টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দেখা যাবে বিরাটদের? ছবি: বিসিসিআই
সিরিজে তৃতীয় টেস্ট জিতে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছে ভারত। সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লিগ টেবিলেও শীর্ষে উঠে এসেছেন বিরাট কোহালিরা। তবে কি সব বাধা পেরিয়ে লর্ডসে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারতই? এখনও এতটা স্পষ্ট ভাবে বলা যাচ্ছে না পয়েন্ট তালিকা দেখে।
সিরিজের শেষ টেস্টের ফলাফল না জানা অবধি ফাইনালের টিকিট নিশ্চিত, এমনটা বলা যাবে না। মোতেরায় দ্বিতীয় টেস্ট শুরু ৪ মার্চ। সেই ম্যাচে যদি জো রুটরা জিতে যান, তবে বিরাটদের যাত্রা ভঙ্গ। ইংল্যান্ড সিরিজে সমতা ফেরালে লাভ অস্ট্রেলিয়ার। ৩ নম্বরে থাকা অস্ট্রেলিয়া উঠে আসবে ২ নম্বরে। লর্ডসের টিকিট পেয়ে যাবেন স্টিভ স্মিথরা।
মোতেরায় গোলাপি বলের টেস্ট শেষ হয়ে গিয়েছে ২ দিনেই। পরের ম্যাচও সেই মোতেরাতেই। ইংল্যান্ড দল এমন হারের পর যে খুব তাড়াতাড়ি ফিরে আসতে পারবে এমন মনে করছেন না ভারতীয় সমর্থকরা। ফাইনালে তাই ভারতকেই দেখছেন তাঁরা। তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা। এক সেশনেই ঘুরে যেতে পারে টেস্ট। মার্চ মাসের প্রথম সপ্তাহে তাই ভারত বনাম ইংল্যান্ড টেস্টের দিকে শুধু ২ দলের সমর্থকরাই নন, তাকিয়ে থাকবেন টিম পেনরাও।
এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কে কোথায় দাঁড়িয়ে। গ্রাফিক: শৌভিক দেবনাথ