French Open 2023

ফরাসি ওপেনে অঘটন! প্রথম রাউন্ডেই হার বিশ্বের ২ নম্বর মেদভেদেভের, এগোলেন রুড, জেরেভ

ফরাসি ওপেনে প্রথম রাউন্ডেই হেরে গেলেন বিশ্বের ২ নম্বর টেনিস তারকা ড্যানিল মেদভেদেভ। নিজের থেকে ১৭০ ধাপ নীচে থাকা প্রতিযোগীর কাছে হেরে বিদায় নিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ৩০ মে ২০২৩ ২৩:০৪
Share:

প্রথম রাউন্ডে হেরে বিদায় ড্যানিল মেদভেদেভের। ছবি: রয়টার্স।

ফরাসি ওপেনে পুরুষদের সিঙ্গলসের প্রথম রাউন্ডেই অঘটন। বিশ্বের ২ নম্বর পুরুষ তারকা ড্যানিল মেদভেদেভ প্রথম রাউন্ডে হেরে বিদায় নিলেন। বিশ্বের ১৭২ নম্বরে থাকা ব্রাজিলের থিয়াগো সেইবোথ ওয়াইল্ডের কাছে পাঁচ সেটের লড়াইয়ে হারলেন তিনি। খেলার ফল মেদভেদেভের বিপক্ষে ৬-৭, ৭-৬, ৬-২, ৩-৬, ৪-৬।

Advertisement

রোলাঁ গারোজে ফিলিপে শাঁতিয়ের কোর্টে প্রথম সেট হেরে যান মেদভেদেভ। দুই খেলোয়াড়ই নিজেদের সার্ভিস ধরে রেখেছিলেন। টাইব্রেকারে জেতেন থিয়াগো। যদিও পরের দুই সেট জেতেন মেদভেদেভ। বিশেষ করে তৃতীয় সেট যে ভাবে অনায়াসে তিনি জেতেন তাতে দেখে মনে হচ্ছিল চতুর্থ সেটেই খেলার ফয়সালা হয়ে যাবে। কিন্তু আদতে হল উল্টো। চতুর্থ সেট জিতে নিলেন থিয়াগো। যত খেলা এগোচ্ছিল, তত ক্লান্ত দেখাচ্ছিল রাশিয়ার প্রতিযোগীকে। পঞ্চম সেটেও মেদভেদেভের সার্ভিস ভেঙে দেন থিয়াগো। ৪ ঘণ্টা ১৫ মিনিট ধরে চলা ম্যাচে শেষ পর্যন্ত হার মানতে হয় মেদভেদেভকে।

এর আগে অস্ট্রেলিয়ান ওপেনেও তৃতীয় রাউন্ডে বিদায় নিয়েছিলেন মেদভেদেভ। আমেরিকার তরুণ খেলোয়াড় সেবাস্তিয়ান কোরদা তাঁকে হারান ৭-৬, ৬-৩, ৭-৬ ফলে। ফরাসি ওপেনেও শুরুতেই পদস্খলন হল তাঁর।

Advertisement

মেদভেদেভ হারলেও বাকি নামি খেলোয়াড়রা সবাই পরের রাউন্ডে গিয়েছেন। স্ট্রেট সেটে জিতেছেন বিশ্বের চতুর্থ বাছাই ক্যাসপার রুড। এলিয়াস ইয়েমারকে তিনি হারিয়েছেন ৬-৪, ৬-৩, ৬-২ ফলে। নিজের ম্যাচ জিতেছেন ষষ্ঠ বাছাই হোলগার রুনও। ক্রিস্টোফার ইউব্যাঙ্কসকে চার সেটের লড়াইয়ে হারিয়েছেন তিনি। খেলার ফল রুনের পক্ষে ৬-৪, ৩-৬, ৭-৬, ৬-২। প্রথম রাউন্ডের ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ডে উঠেছে আলেকজান্ডার জেরেভ। লয়েড হ্যারিসকে স্ট্রেট সেটে হারিয়েছেন তিনি। খেলার ফল জেরেভের পক্ষে ৭-৬, ৭-৬, ৬-১।

মহিলাদের সিঙ্গলসে প্রথম রাউন্ডে জিতেছেন ওনাস জাবেয়ুর। লুসিয়া ব্রোনজেত্তিকে স্ট্রেট সেটে হারিয়েছেন সপ্তম বাছাই জাবেয়ুর। খেলার ফল তাঁর পক্ষে ৬-৪, ৬-১। জিতেছেন ষষ্ঠ বাছাই কোকো গফও। রেবেকা মাসারোভাকে তিন সেটের খেলায় হারিয়েছেন আমেরিকার এই টেনিস খেলোয়ার। খেলার ফল গফের পক্ষে ৩-৬, ৬-১, ৬-২।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement