স্পেনের টেনিস তারকা কার্লোস আলকারাজ। ছবি: রয়টার্স।
ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ডে জয় কার্লোস আলকারাজের। তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন শীর্ষ বাছাই টেনিস তারকা। জাপানের তারো দানিয়েলকে হারালেন তিনি। মেয়েদের সিঙ্গলসে তৃতীয় রাউন্ডে আরিনা সাবালেঙ্কা। ভারতীয় টেনিস তারকা রোহন বোপান্না হেরে গেলেন পুরুষদের ডবলসে।
চিচিপাসের পর পুরুষদের টেনিসে তৃতীয় রাউন্ডে আলকারাজও। তবে প্রথম রাউন্ডে স্ট্রেট সেটে জেতা স্প্যানিশ টেনিস খেলোয়াড় দ্বিতীয় রাউন্ডে একটি সেটে হেরে যান। জাপানের দানিয়েলের বিরুদ্ধে ৬-১, ৩-৬, ৬-১, ৬-২ গেমে জেতেন আলকারাজ। প্রথম বার কোনও গ্র্যান্ড স্ল্যামে শীর্ষ বাছাই তিনি। আলকারাজের বৈচিত্রের বিরুদ্ধে হেরে গেলেন দানিয়েল। সময় লাগল দু’ঘণ্টা ২৫ মিনিট। গত বছর ইউএস ওপেনজয়ী আলকারাজের লক্ষ্য এ বারের ফরাসি ওপেন জয়। তৃতীয় রাউন্ডে তাঁকে খেলতে হবে কানাডার ডেনিস শাপালোভের বিরুদ্ধে।
সাবালেঙ্কা এ বারের অস্ট্রেলিয়ান ওপেনজয়ী। তিনি ফরাসি ওপেনে দ্বিতীয় বাছাই। বুধবার দ্বিতীয় রাউন্ডে তিনি হারিয়ে দেন ইরিনা শ্যামানোভিচকে। স্ট্রেট সেটে (৭-৫, ৬-২) জেতেন সাবালেঙ্কা। সহজেই জয় তুলে নেন বেলারুশের প্রতিপক্ষের বিরুদ্ধে।
ভারতীয় টেনিস তারকা বোপান্না বিদায় নিলেন প্রথম রাউন্ড থেকেই। অস্ট্রেলিয়ার ম্যাথু এবডেনের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। কিন্তু প্রথম রাউন্ডে অবাছাই ফরাসি জুটি সাদিয়ো ডম্বিয়া এবং ফ্যাবিয়ান রেবউলের বিরুদ্ধে হেরে গেলেন বোপান্নারা। তাঁরা হারেন ৫-৭, ৬-৭ গেমে।