England Cricket Team

বলের মান নিয়ে এ বার রুটদের বোর্ডের বিরুদ্ধে পুরুষ-মহিলা বৈষম্যের অভিযোগ

ইসিবি এই অভিযোগ অস্বীকার করেছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৭ জুন ২০২১ ২১:৪৫
Share:

এই বল নিয়েই বিতর্ক। ছবি টুইটার

সময়টা ভাল যাচ্ছে না ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি)। অলি রবিনসনের বর্ণবিদ্বেষী টুইটের কারণে এমনিতেই তারা সমালোচিত হচ্ছে। এবার তাদের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ তুললেন মহিলা ক্রিকেটার এমিলিয়া বারট্রাম। তাঁর অভিযোগ, মহিলাদের যে গোলাপি বল দেওয়া হয়েছে তা পুরুষদের তুলনায় অনেকটাই আলাদা। নিম্নমানের গোলাপি বল দেওয়ায় ইসিবি-কে তোপ দেগেছেন তিনি।

Advertisement

টুইটারে এমিলিয়া লিখেছেন, ‘এই ধরনের ভয়ংকর গুণমানের বল দিয়ে তোমরা নিশ্চয়ই পুরুষ ক্রিকেটারদের খেলতে দেবে না’। সঙ্গে যে ছবি পোস্ট করেছেন এমিলিয়া তাতে দেখা যাচ্ছে, বলের গায়ে এবং সুতোয় ছোট ছোট ছিদ্র রয়েছে। সেলাইও হয়েছে যথেষ্ট খারাপ ভাবে। এমিলিয়া এই বলকে আবর্জনার সঙ্গে তুলনা করেছেন।

তবে ইসিবি এই অভিযোগ অস্বীকার করেছে। এক বিবৃতিতে তারা লিখেছে, ‘বিভিন্ন প্রতিযোগিতায় এই একই ধরনের বল পাঠানো হয়। বহু বছর ধরেই এই কাজ করা হচ্ছে। এতদিন পর্যন্ত বলের গুণমান নিয়ে কোনও সমালোচনা আসেনি’।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement