Novak Djokovic

Novak Djokovic: সহজেই উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠলেন নোভাক জোকোভিচ

কোয়ার্টার ফাইনালে অবাছাই হাঙ্গেরির মার্টন ফুকসোভিক্সের মুখোমুখি হবেন জোকোভিচ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২১ ২২:৫২
Share:

জেতার পর উল্লসিত জোকোভিচ টুইটার

সহজেই উইম্বলডনের শেষ আটে পৌঁছে গেলেন নোভাক জোকোভিচ। স্ট্রেট সেটে প্রতিযোগিতার ১৭ নম্বর বাছাই চিলির ক্রিস্টিয়ান গ্যারিনের বিরুদ্ধে জয় পান বিশ্বের এক নম্বর টেনিস তারকা। তাঁর সামনে প্রায় কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি গ্যারিন। খেলার ফল ৬-২, ৬-৪, ৬-২।

Advertisement

মাচ জিতে জোকোভিচ জানান, ফরাসি ওপেনে জয় তাঁকে আত্মবিশ্বাস জুগিয়েছে। তিনি বলেন, ‘‘দর্শকের সংখ্যা বাড়ায় আমি খুশি হয়েছি। ফরাসি ওপেনে জয় আমায় আত্মবিশ্বাস জুগিয়েছে। আমি পরের রাউন্ডের জন্য তৈরি হচ্ছি।’’

প্রথম সেট ৬-২ ব্যবধানে হারের পর কিছুটা খেলায় ফেরার চেষ্টা করেছিলেন গ্যারিন। ৪টি গেম জিতলেও সেট ফের হাতছাড়া হয় তাঁর। প্রত্যাশা মতোই জিতে নেন জোকোভিচ। তৃতীয় সেটে আবার ভয়ঙ্কর হয়ে ওঠেন তিনি। ৬-২ ব্যবধানেই উড়িয়ে দেন তাঁর প্রতিপক্ষকে। এটি জোকোভিচের ৫০তম গ্র্যান্ড স্ল্যাম কোয়ার্টার ফাইনাল।

Advertisement

কোয়ার্টার ফাইনালে অবাছাই হাঙ্গেরির মার্টন ফুকসোভিক্সের মুখোমুখি হবেন জোকোভিচ। হাঙ্গেরির এই টেনিস খেলোয়াড়, রাশিয়ার আন্দ্রেই রুভলেভকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন। খেলার ফল ৩-৬, ৬-৪, ০-৬, ৩-৬।

নোভাক জোকোভিচ টুইটার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement