দ্বিবীজ এবং সামান্থা। ছবি টুইটার
সাত বছরের অপেক্ষা অবশেষে মিটল। স্ত্রী সামান্থা মারের সঙ্গে জুটি বেঁধে টেনিস কোর্টে নামতে পারলেন দ্বিবীজ শরণ।
উইম্বলডনের মিক্সড ডাবলসে খেলছেন তাঁরা। প্রথম রাউন্ডে আরিয়েল বেহার এবং কাজাখ গালিনা জুটিকে ৬-৩, ৫-৭, ৬-৪ গেমে হারিয়েছেন তাঁরা।
প্রতি বার পয়েন্ট জেতার পর একে অপরকে কনুই ঠেকিয়ে অভিবাদন জানিয়েছেন। কিন্তু ম্যাচের শেষে আর থাকতে পারেননি। জড়িয়ে ধরেছেন একে অপরকে। দর্শকরাও উঠে দাঁড়িয়ে এই দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।
দীর্ঘ আট বছর ধরে প্রেম করেছেন দ্বিবীজ এবং সামান্থা। ২০১২-এ একটি প্রতিযোগিতায় খেলতে গিয়ে আলাপ। সেখানেই মন দেওয়া-নেওয়া। ২০১৯-এ ম্যাঞ্চেস্টারে বিয়ে হয় তাঁদের। পরে ভারতে এসেও সাতপাকে বাঁধা পড়েন।
দ্বিবীজ বা সামান্থা, কেউই অচেনা কারওর সঙ্গে নিজে থেকে আলাপ করায় আগ্রহী ছিলেন না। অবশেষে জড়তা কাটিয়ে দ্বিবীজই প্রথম কথা বলতে এগিয়ে যান।
প্রাথমিক আলাপের ছ’মাস পর ফের দেখা হয় তাঁদের। সামান্থা বলেছেন, “আমি একটা প্রতিযোগিতার জন্য অনুশীলন করছিলাম। দ্বিবীজও সেখানে খেলছিল। আমি সে বার নিজে থেকেই গিয়ে ওর সঙ্গে কথা বলি। সে বার অনেক সময় কাটিয়েছিলাম আমরা।”
স্বামী-স্ত্রীর জুটি বেঁধে খেলার উদাহরণ সাম্প্রতিক কালে নেই। তবে ১৯৬৮ সালে ১৩ জন দম্পতি জুটি বেঁধে খেলেছিলেন। ১৯৭৪-এ জিমি কনর্স এবং ক্রিস এভার্টও জুটি বেঁধে খেলেন।