চ্যাম্পিয়ন সেরেনাই

তেরো বছর পর ফের সেরেনা স্লাম টেনিস বিশ্বে। শনিবার গারবিনা মুগুরুজাকে ৬-৪, ৬-৪ হারিয়ে ছ’নম্বর উইম্বলডন চ্যাম্পিয়নের খেতাব জিতলেন সেরেনা উইলিয়ামস। একই সঙ্গে গত বছর যুক্তরাষ্ট্র ওপেন থেকে টানা চলতে শুরু করা তাঁর গ্র্যান্ড স্ল্যাম বিজয় রথও আরও এগিয়ে গেল।

Advertisement

সংবাদ সংস্থা

লন্ডন শেষ আপডেট: ১১ জুলাই ২০১৫ ২০:৩২
Share:

জয়ের হাসি। এএফপির তোলা ছবি।

তেরো বছর পর ফের সেরেনা স্লাম টেনিস বিশ্বে। শনিবার গারবিনা মুগুরুজাকে ৬-৪, ৬-৪ হারিয়ে ছ’নম্বর উইম্বলডন চ্যাম্পিয়নের খেতাব জিতলেন সেরেনা উইলিয়ামস। একই সঙ্গে গত বছর যুক্তরাষ্ট্র ওপেন থেকে টানা চলতে শুরু করা তাঁর গ্র্যান্ড স্ল্যাম বিজয় রথও আরও এগিয়ে গেল। অবশ্য আরান্থা সাঞ্চেজ ভিকারিওর পর প্রথম স্প্যানিশ মেয়ে হিসেবে উইম্বলডনের ফাইনালে ওঠা মুগুরুজা এ দিন কম লড়াই করেননি। প্রথম সেটের প্রথম গেমেই সেরেনার সার্ভিস ভেঙে এগিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু তাতে খুব বেশি সুবিধে করতে পারলেন কোথায়! সেরেনা পাল্টা তাঁর সার্ভিস ভেঙে দ্রুত ফিরে আসেন। দ্বিতীয় সেটে তো এক সময় সেরেনা ৫-১ এগিয়ে গিয়েছিলেন। কিন্তু সেখান থেকে মুগুরুজা ফের সেরেনার সার্ভিস ভাঙেন। চাপে ফেলে দেন মার্কিন তারকাকে। সেন্টার কোর্টে তখন তুমুল উত্তেজনা। অবশ্য ৩৩ বছরের চ্যাম্পিয়নের সেই চাপ সামলাতে খুব একটা সমস্যা হয়নি। যাঁর এ বারের উইম্বলডন জয়ের সঙ্গে সঙ্গেই গ্র্যান্ড স্ল্যাম খেতাবের সংখ্যা দাঁড়াল ২১। যে তালিকায় তাঁর সামনে এ বার শুধু স্টেফি গ্রাফ (২২)।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement