সিডনির পিচেই কামব্যাক অস্ট্রেলিয়ার! টেস্ট সিরিজের শেষ ম্যাচে এখানেই রানের পাহাড় গড়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু, ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে সিডনিতে ভারতকে হারিয়ে যেন সেই হারের মধুর প্রতিশোধ নিলেন অজিরা। দেখে নিন এ ম্যাচের নানা ঝলক।
সিডনিতে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফি়ঞ্চ। ওডিআই সিরিজের প্রথম ম্যাচে বিরাট কোহালির টস-ভাগ্য দেখে গাওস্করের রসিকতা, “টেস্টে কোহালি সব সময় ‘হেড’ কল করে টসে জিতেছেন। কিন্তু, আজ ‘টেল’ কল করলেন। তাই বোধহয় টসে হারলেন।”
অ্যারন ফিঞ্চের উইকেট পড়ার আন্তর্জাতিক ওয়ান ডে-তে নিজের ১০০তম উইকেটও তুলে নিলেন ভুবি। ছবি: এএফপি।
ম্যাচের তৃতীয় ওভারেই অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চকে ঠকিয়ে বোল্ড করলেন ভুবনেশ্বর কুমার।
প্রাথমিক ধাক্কা কাটিয়ে দলকে টেনে তুললেন উসমান খোয়াজা। ৪১ রানে ২ উইকেট পড়ে যাওয়ার পর শন মার্শের সঙ্গে মিলে ৯২ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। ৮১ বলে ৫৯ করার পথে ৬টি চার মেরেছেন খোয়াজা। ছবি: এপি।
উসমান খোয়াজার মতোই হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন মার্শও। ৭০ বলে ৫৪ রানের ইনিংস সাজানো ছিল চারটি ৪ দিয়ে। ছবি: এপি
মাঝের ওভারগুলোতে অজি ব্যাটসম্যানদের আটকে রাখলেও শেষ ১০ ওভারে মারকাটারি ব্যাট করেন মার্কাস স্টোইনিস এবং পিটার হ্যান্ডসকম্ব জুটি। ভুবিদের পিটিয়ে শেষ ৬০ বলে ৮৩ রান তুলে নেন তাঁরা। ৫০ ওভার শেষে অস্ট্রেলিয়া তোলে ৫ উইকেটে ২৮৮। ছবি: এএফপি
জয়ের জন্য ২৮৯ রান তাড়া করতে নেমে ভারতীয় ইনিংসের শুরুতেই বিপর্যয় ঘটে। মাত্র ৪ রানের মধ্যে ফিরে যান শিখর ধওয়ন, বিরাট কোহালি এবং অম্বাতি রায়ুডু। ছবি: এএফপি
প্রাথমিক ধাক্কা সামলে নিয়ে দ্রুত রান তুলতে থাকেন রোহিত শর্মা এবং এমএস ধোনি। রোহিত-ধোনির পার্টনারশিপে ওঠে ১৩৭ রান। ছবি: এএফপি
রোহিত শর্মার সঙ্গে বড় রানের পার্টনারশিপ করলেও মন্থর ব্যাটিং করলেন এমএস ধোনি। ৫১ রান করলেও তা তুলতে খরচ করেছেন ৯৬ বল। মাত্র ১টা ছয় এবং ৩টি চার বেরিয়েছে তাঁর ব্যাট থেকে। সেই পুরনো ধোনিকে খুঁজেই পাওয়া যায়নি। ছবি: এএফপি
ক্রিজে নেমে প্রথম রানটি করামাত্র একদিনের আন্তর্জাতিকে ব্যক্তিগত ভাবে ১০ হাজার রানের মালিক হন এমএস ধোনি। ছবি: এপি।
সিডনির মাটিতে দুরন্ত শতরান করেন রোহিত শর্মা। ১২৯ বলে ১৩৩ রান করে আউট হওয়ার আগে ১০টি চার এবং ছ’টি ছক্কা হাঁকান তিনি। ছবি: এএফপি।
মাত্র ২৬ রানে ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা হন অস্ট্রেলিয়ার জে রিচার্ডসন। প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ এগিয়ে গেল অস্ট্রেলিয়া। ছবি: এপি।