সচিন তেন্ডুলকর। ফাইল ছবি
অবসর নিলেও ক্রিকেটকে এখনও ছাড়েননি সচিন তেন্ডুলকর। পরিবারই হোক বা আত্মীয়স্বজন বা কোনও সেবামূলক ম্যাচ, সুযোগ পেলেই ব্যাট হাতে নেমে পড়েন সচিন। পাশাপাশি নিজের নেটমাধ্যম অ্যাকাউন্টে ভিডিয়ো পোস্ট করে তরুণদের ক্রিকেট শেখাতেও দেখা যায় তাঁকে। সচিনের এরকমই একটি পুরনো ভিডিয়ো শুক্রবার ফের সামনে এল, যা ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।
২০১৯ সালের ওই ভিডিয়োয় সচিনকে দেখা গিয়েছে জল জমা পিচে ব্যাটিং করতে। ক্রমাগত বৃষ্টি পড়ে চলেছে, তার মধ্যেই ব্যাট করে চলেছেন সচিন। কয়েকবার তাঁর শরীরে বল লাগতেও দেখা গিয়েছে। কিন্তু সেসব উপেক্ষা করে একটানা ব্যাটিং করে গিয়েছেন সচিন। হাত থেকে নিখুঁত শটও বেরোতে দেখা গিয়েছে। সঙ্গের ক্যাপশনে সচিন লিখেছেন, ‘খেলার প্রতি ভালবাসা এবং আগ্রহ থাকলে সবসময় অনুশীলনের নতুন উপায় খুঁজে পাওয়া যায়, এবং সবথেকে বড় ব্যাপার, যেটা করছেন সেটাকে উপভোগ করা যায়’। বিদেশের কঠিন পরিস্থিতিতে আঠালো মাঠে কী ভাবে ব্যাটিং করতে হয়, সেটাই শিখিয়েছেন সচিন।
তাঁকে শেষবার দেখা গিয়েছে পথ নিরাপত্তা সিরিজে খেলতে। এরপর তিনি কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।