ব্যাটিংয়েও হোল্ডার চান ধারাবাহিকতা

এই মুহূর্তে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজ আট নম্বরে। আফগানিস্তানকে হারালেও এই ম্যাচ বিশ্বচ্যাম্পিয়নশিপের আওতায় পড়ছে না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৯ ০৪:৪৯
Share:

ছবি: এপি।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ওয়েস্ট ইন্ডিজের প্রথম চার দেশের মধ্যে থাকার ভাল সুযোগ আছে বলে মনে করেন জেসন হোল্ডার। লখনউয়ে আফগানিস্তানকে উড়িয়ে টেস্ট জেতার পরে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক বলেছেন, ‘‘টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষে ওয়েস্ট ইন্ডিজ প্রথম চারটে দলের মধ্যে থাকতেই পারে। ব্যাপারটা এমন কিছু অসম্ভব নয়।’’

Advertisement

এই মুহূর্তে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজ আট নম্বরে। আফগানিস্তানকে হারালেও এই ম্যাচ বিশ্বচ্যাম্পিয়নশিপের আওতায় পড়ছে না। ওয়েস্ট ইন্ডিজের সামনে এর পরে কয়েকটা কঠিন টেস্ট সিরিজ আসছে। তা সত্ত্বেও টেস্ট অধিনায়ক হোল্ডার আশাবাদী, তাঁরা উন্নতি করতে পারবেন। বলেছেন, ‘‘দু’বছরের মধ্যে আমরা প্রথম চারে চলে আসতে পারলে, সেটা বড় কৃতিত্ব হবে। তবে সামনে চ্যালেঞ্জটা সোজা নয়। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজ়িল্যান্ডের মতো দেশের বিরুদ্ধে খেলতে হবে।’’

সেই সব টেস্ট সিরিজের আগে ভারতের মাটিতে সীমিত ওভারের ক্রিকেটে পরীক্ষার মুখে পড়তে হবে ওয়েস্ট ইন্ডিজকে। তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ান ডে ম্যাচে। ৬ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি হায়দরাবাদে। ক্রিস গেল, আন্দ্রে রাসেলের মতো অলরাউন্ডার ছাড়াই আসছে ওয়েস্ট ইন্ডিজ। হোল্ডার মনে করেন, ধারাবাহিক ভাবে ভাল খেলতে গেলে ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে। বলেছেন, ‘‘গত কয়েকটা সিরিজ ধরে একই কথা বলে আসছি। ব্যাটসম্যানদের আরও দায়িত্ব নিতে হবে। আমরা মাঝে মাঝে প্রতিভার ঝলক দেখিয়েছি। কিন্তু সাফল্য পেতে গেলে ধারাবাহিকতাই আসল।’’

Advertisement

আরও পড়ুন: লি-র দাপট, পাকিস্তানকে ৪-০ উড়িয়ে দিল ভারত

হোল্ডারের পরিষ্কার কথা, ‘‘আমাদের বোলাররা ভালই বল করছে। কিন্তু বিশ্বমানের দল হতে গেলে ব্যাটিং শক্তি ভাল হওয়া দরকার। টেস্ট জিততে গেলে কুড়িটা উইকেট নেওয়া অবশ্যই দরকার, কিন্তু পাশাপাশি ব্যাটসম্যানদেরও বড় রান তুলে বিপক্ষকে চাপে ফেলতে হবে।’’ আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ তুলেছিল ২৭৭ রান। সেই রানই জয়ের পক্ষে যথেষ্ট হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement