Vanessa Laine Bryant

আমরা বিধ্বস্ত, কী করে কাটবে জীবন! লিখলেন কোবির স্ত্রী

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২০ ০৬:০৪
Share:

স্মৃতি: পুরো পরিবারের এই ছবি পোস্ট করেন কোবির স্ত্রী। ইনস্টাগ্রাম

কোবি ব্রায়ান্টের হেলিকপ্টার দুর্ঘটনায় রবিবার মৃত্যুর পরে প্রথম বার মুখ খুললেন তাঁর স্ত্রী ভেনেসা। ইনস্টাগ্রামে ব্রায়ান্ট ও তাঁদের চার মেয়ের সঙ্গে ছবি পোস্ট করে ভেনেসা লিখেছেন, এই দুর্ঘটনায় তিনি ‘পুরোপুরি বিধ্বস্ত’। তাঁদের যন্ত্রণা বর্ণনা করার মতো ‘ভাষা নেই।’ এই মর্মান্তিক দুর্ঘটনায় সাত সহযাত্রী, কোবি এবং তাঁদের ১৩ বছর বয়সি মেয়ে জিয়ান্নাও প্রাণ হারায়। লস অ্যাঞ্জেলেসের পশ্চিমে কুয়াশাচ্ছন্ন আকাশে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ে ধাক্কা মেরে মাটিতে আছড়ে পড়ে কপ্টারটি। দুর্ঘটনার কারণ এখনও পরিষ্কার নয়। কোবির মাম্বা স্পোর্টস অ্যাকাডেমিতে একটি স্থানীয় প্রতিযোগিতায় মেয়ের বাস্কেটবল দলকে কোচিং করাতে যাচ্ছিলেন কিংবদন্তি বাস্কেটবলার।

Advertisement

নিজের পোস্টে ভেনেসা লিখেছেন, ‘‘আমার প্রিয়তম স্বামী কোবি এবং মেয়ে জিয়ান্না এ ভাবে চলে যাওয়ার আমরা পুরোপুরি বিধ্বস্ত। আমাদের জীবনের দুই আশীর্বাদকে খুব তাড়াতাড়িই কেড়ে নেওয়া হল। এর পরে কী ভাবে আমাদের জীবন চলবে আমি জানি না। ওদের ছাড়া জীবন কল্পনা করা অসম্ভব।’’

কোবি-ভেনেসার বিবাহিত জীবন প্রায় ২০ বছরের। তাঁদের প্রথম দেখা হয় একটি মিউজিক ভিডিয়োর সেটে। ভেনেসা তখন ১৭ বছরের হাইস্কুলের ছাত্রী এবং কোবি উঠতি বাস্কেটবল তারকা। ২১ বছর বয়সি কোবি তার কয়েক দিন পরেই ডিজনিল্যান্ডে প্রথম ডেট-এ নিয়ে গিয়েছিলেন ভেনেসাকে। সালটা ছিল ১৯৯৯। তার ঠিক পরের বছরই কোবি বিয়ের প্রস্তাব দেন ভেনেসাকে। তাঁদের বিয়ে হয় ২০০১ সালে। ইনস্টাগ্রামে ভেনেসা লিখেছেন, ‘‘আমি এবং আমার মেয়েরা লক্ষ লক্ষ মানুষকে ধন্যবাদ জানাতে চাই, যাঁরা এই ভয়ঙ্কর কঠিন সময় আমাদের পাশে দাঁড়িয়েছেন। আপনাদের প্রার্থনার জন্য ধন্যবাদ। এই সময় যেটা খুব জরুরি ছিল আমাদের জন্য।’’ তিনি আরও বলেছেন, ‘‘রবিবার আরও যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের জন্যও আমরা মর্মাহত। এটুকুই সান্ত্বনা কোবি ও গিগি জানত আমরা কতটা ওদের ভালবাসি। আমাদের জীবনের আর্শীবাদ ছিল ওরা। ওদের ছাড়া জীবন কল্পনা করা অসম্ভব। তবে প্রতি দিনই আমাদের উঠে দাঁড়াতে হবে। কোবি ও আমাদের ছোট্ট মেয়েটা, গিগির স্মৃতি আমাদের পথ দেখাবে। ওদের জন্য আমাদের ভালবাসা অফুরন্ত। এমনও যদি হত, ওদের সারাজীবনের জন্য কাছে পেতাম। এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য আমরা একটা তহবিলও তৈরি করেছি। আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement