Sourav Ganguly

স্ত্রী ডোনাকে সঙ্গে নিয়ে ভোট দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

আইপিএলের উদ্বোধনী ম্যাচ দেখতে চেন্নাইতে গেলেও শনিবার বিমান বন্দর থেকে সরাসরি ভোট দান কেন্দ্রে চলে আসেন বিসিসিআই প্রধান।

Advertisement

, নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২১ ১৭:৫০
Share:

ভোট দান কেন্দ্রে ঢুকছেন সৌরভ। সঙ্গে স্ত্রী ডোনা। নিজস্ব চিত্র।

কলকাতায় থাকলে বরাবর ভোট দিয়েছেন। এ বারও তার ব্যতিক্রম হয়নি। ভোট দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়আইপিএলের উদ্বোধনী ম্যাচ দেখতে চেন্নাইতে গেলেও শনিবার বিমান বন্দর থেকে সরাসরি ভোট দান কেন্দ্রে চলে আসেন বিসিসিআই প্রধান। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডোনা

Advertisement

চতুর্থ দফা নির্বাচনের দিন দুপুর দেড়টা নাগাদ বড়িশা শশীভূষণ জনকল্যাণ বিদ্যাপীঠে ভোট দিতে যান সৌরভ। তখন যথেষ্ট ভিড় ছিল। তবে সৌরভ বা ডোনা কেউই তারকা ভোটার হওয়ার সুযোগ নেননি। বরং প্রচারমাধ্যমের ভিড়, ক্যামেরার ফ্ল্যাশ ও নিজস্বীর ধাক্কা সামলে বাকিদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে তিনি ভোট দেন।

Advertisement

বড়িশা শশীভূষণ জনকল্যাণ বিদ্যাপীঠে ভোট দিলেন সস্ত্রীক সৌরভ।

লাইন দিয়েই বুথে প্রবেশ করেন তিনি। তবে কোন কোন সমস্যাকে সামনে রেখে তিনি ভোট দিলেন, সেই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। ক্ষমতায় যে সরকার আসবে তাদের কাছ থেকে কী প্রত্যাশা রয়েছে সৌরভের? এই প্রশ্নেরও সরাসরি জবাব দেননি মহারাজ।

তবে ভোটে দেওয়া প্রসঙ্গে বলেছেন, “আমি সাধারণত সকালে ভোট দিতে ভালবাসি। কিন্তু চেন্নাইতে থাকার জন্য এ বার একটু দেরি হয়ে গেল। যদিও দাদা এবং বাড়ির বাকিরা সকালেই ভোট দিয়ে গিয়েছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement