Wasim Jaffer

‘ধর্মান্ধ’, ‘গোঁড়া’ জাফরের পাশে মনোজ থেকে কুম্বলে

‘ব্যক্তিগত’ কারণে উত্তরাখণ্ড দলের কোচের দায়িত্ব ছাড়েন জাফর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৫৭
Share:

 মনোজ তিওয়ারি, ওয়াসিম জাফর এবং অনিল কুম্বলে। (বাঁদিক থেকে)

ওয়াসিম জাফর ক্রিকেটের আগে নিজের ধর্মকে প্রাধান্য দেন, এমনই অভিযোগে উত্তাল ভারতীয় ক্রিকেট মহল। ভারতের প্রাক্তন ওপেনার জাফর যদিও পাশে পেলেন অনিল কুম্বলে, বিদর্ভ দলের সতীর্থ, মনোজ তিওয়ারিদের। জাফরের বিরুদ্ধে ওঠা এমন অভিযোগ মানতে নারাজ তাঁরা।

Advertisement

ভারতের প্রাক্তন অধিনায়ক কুম্বলে টুইট করে লেখেন, “পাশে আছি জাফর। ঠিক করেছ। ক্রিকেটাররা তোমার অভাব অনুভব করবে।” মুম্বইয়ের হয়ে একাধিক রঞ্জি ট্রফি জয় রয়েছে জাফরের ঝুলিতে। ২০২০ সালে বিদর্ভর হয়ে খেলে অবসর ঘোষণা করেন তিনি। বিদর্ভর হয়ে রঞ্জি জয়ের কৃতিত্ব রয়েছে তাঁর। সেই দলে জাফরের শেষ অধিনায়ক ছিলেন ফৈয়জ ফয়জল। তিনি বলেন, “খবরটা শুনে চমকে গিয়েছিলাম। ৪ মরসুম খেলেছি ওর সঙ্গে। বিদর্ভ দলের প্রতিটি ক্রিকেটারের কাছে জাফর দাদার মতো। প্রকৃত ভদ্রমানুষ ও। কোনও ক্রিকেটারের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করতে দেখিনি ওকে।”

জাফরের পক্ষে টুইট করেন বাংলা দলের বহু দিনের যোদ্ধা মনোজও। তিনি লেখেন, ‘উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি ভারতীয় ক্রিকেটের অন্যতম তারকার বিরুদ্ধে ওঠা এমন অভিযোগের তদন্ত করে দেখার জন্য। উদাহরণ হয়ে থাকবে জাফর’।

Advertisement

‘ব্যক্তিগত’ কারণে উত্তরাখণ্ড দলের কোচের দায়িত্ব ছাড়েন জাফর। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে নিজের ধর্মের ক্রিকেটারদের দলে প্রাধান্য দিয়েছেন, অনুশীলনের সময় নষ্ট করে নমাজ পড়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement