Wasim Akram

কেন পাকিস্তানের কোচ হতে চান না, জানালেন ওয়াসিম আক্রম

পাকিস্তানের অন্যতম সেরা ক্রিকেটার তিনি। দেশের অন্যতম সেরা অধিনায়কও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ মে ২০২১ ২০:২২
Share:

ওয়াসিম আক্রম। ফাইল ছবি

পাকিস্তানের অন্যতম সেরা ক্রিকেটার তিনি। দেশের অন্যতম সেরা অধিনায়কও। ১০৯টি ম্যাচে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন তিনি। কিন্তু পাকিস্তানের কোচের চাকরি কোনও ভাবেই নিতে রাজি নন ওয়াসিম আক্রম।

Advertisement

সাম্প্রতিককালে খারাপ খেলার জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছে পাকিস্তানকে। কোচ থেকে দলের ক্রিকেটার, প্রত্যেককে আক্রমণ করা হয়েছে। আক্রমের মতে, পাকিস্তানের কোচের যা চাপ তা তিনি সামলাতে পারবেন না।

এক সাক্ষাৎকারে আক্রম বলেছেন, “কোচ হলে বছরে ২০০-২৫০ দিন ব্যস্ত থাকতে হয় দলকে নিয়ে। সেটা এক ভয়ানক কঠিন কাজ। মনে হয় না পাকিস্তান বা নিজের পরিবার ছেড়ে এতদিন বাইরে থাকতে পারব। তা ছাড়া পাকিস্তান সুপার লিগে বেশিরভাগ ক্রিকেটারই খেলে। সবার কাছে আমার নম্বর রয়েছে। যে কেউ সাহায্য চাইলে আমি রাজি।”

Advertisement

শুধু তাই নয়, খারাপ খেললে কোচের প্রতি যে ব্যবহার করা হয়, সেটাও আক্রমের কোচিংয়ে না আসার একটা কারণ। কেকেআর-এর প্রাক্তন বোলিং কোচ বলেছেন, “আমি বোকা নই। মাঝে মাঝেই শুনি কোচ বা ক্রিকেটারদের সঙ্গে মানুষ খারাপ ব্যবহার করেছে। কোচ কিন্তু মাঠে নেমে খেলে না। সে শুধু পরিকল্পনা করে। তাই দল হারলে সেই দায় শুধু কোচের উপরে বর্তায় না। এই কারণে আমি ভীত। আমি এ ধরনের আচরণ সহ্য করতে পারি না।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement