ডোপ-কলঙ্ক মুছতে আবেদনের পথে পুতিন

পুতিন জানিয়েছেন তিনি সম্মিলিত শাস্তিকে সমর্থন করেন না। ‘‘রোমান আইনের সময় থেকেই শাস্তি ব্যক্তিনির্ভর হওয়া উচিত। আমার এই মতামতের সঙ্গে সবাই হয়তো একমত হবেন,’’ বলেন পুতিন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯ ০৩:৫৫
Share:

অস্বস্তি: রুশ ক্রীড়াজগতে স্বচ্ছতা ফেরাতে মরিয়া পুতিন। ফাইল চিত্র

ডোপিং কেলেঙ্কারিতে চার বছরের নির্বাসনের বিরুদ্ধে সর্বোচ্চ ক্রীড়া আদালতে আবেদন করার ইঙ্গিত দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ডোপিং নিয়ে ভুয়ো তথ্য দেওয়ার জন্য সোমবার চার বছরের জন্য নির্বাসিত করা হয় রাশিয়াকে। যে শাস্তির ফলে আগামী বছর অলিম্পিক্স, প্যারালিম্পিক্স-সহ কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় রাশিয়া যোগ গিতে পারবে না।

Advertisement

এই শাস্তির বিরুদ্ধে ২১ দিনের মধ্যে আবেদন করতে হবে রাশিয়াকে। সে দেশের রাষ্ট্রপ্রধানের যা ইঙ্গিত, তাতে মনে করা হচ্ছে সর্বোচ্চ ক্রীড়া আদালতে (দ্য কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস বা ক্যাস) আবেদন করার জন্য প্রস্তুত হচ্ছে রাশিয়া। সংবাদ সংস্থাকে পুতিন বলেছেন, ‘‘আমাদের ক্যাস-এ আবেদন করার যথেষ্ট যুক্তি রয়েছে। বিশেষজ্ঞ, আইনজীবীদের এই বিষয়ে বিশ্লেষণ করা খুব গুরুত্বপূর্ণ। তাঁরা এই নিয়ে অন্যদের সঙ্গে আলোচনা করবেন।’’

সোচি শীতকালীন অলিম্পিক্সে ডোপিংয়ের অভিযোগ ওঠার পরে রুশ ডোপ বিরোধী সংস্থার উপরে নিষেধাজ্ঞা চাপিয়েছিল বিশ্ব ডোপ বিরোধী সংস্থা ওয়াডা। গত বছর সেই শাস্তি তুলে নেওয়ার অন্যতম শর্ত ছিল রাশিয়াকে পরীক্ষাগারের তথ্য দিতে হবে। কিন্তু এ বছর ওয়াডার তদন্তকারীদের ভুয়ো তথ্য দেওয়া হয়েছে, রাশিয়ার বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। যার পরেই চার বছরের নির্বাসনের সিদ্ধান্ত।

Advertisement

পুতিন জানিয়েছেন তিনি সম্মিলিত শাস্তিকে সমর্থন করেন না। ‘‘রোমান আইনের সময় থেকেই শাস্তি ব্যক্তিনির্ভর হওয়া উচিত। আমার এই মতামতের সঙ্গে সবাই হয়তো একমত হবেন,’’ বলেন পুতিন। তিনি আরও বলেছেন, ‘‘সম্মিলিত শাস্তি হওয়া উচিত নয়। যাঁরা নিয়ম ভাঙেনি, তাঁদের উপরে শাস্তির প্রভাব কেন পড়বে? আমার মনে হয় ওয়াডা বিশেষজ্ঞরাও সেটা বুঝবেন। যদি কেউ সে রকম সিদ্ধান্ত নেন, তা হলে পরিচ্ছন্ন ক্রীড়া দুনিয়ার কথা ভেবে তাঁরা এগোচ্ছেন সেটা বিশ্বাস করার জায়গা থাকে না। বরং তার নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। যার সঙ্গে খেলাধুলোর স্বার্থরক্ষা বা অলিম্পিক্স নীতির কোনও সম্পর্ক নেই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement