বিশ্বনাথন আনন্দ। ফাইল ছবি।
তিনি না কি ফুরিয়ে গিয়েছেন? তিনি না কি বুড়িয়ে গিয়েছেন? আগের মতো না কি কাজ করে না বিশ্বনাথন আনন্দের মগজাস্ত্র?
না, সে সবের কিছুই হয়নি। আনন্দ আছেন আনন্দেই। প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার আবার প্রমাণ করলেন সে কথা। তাঁর কাছে আবারও হারলেন বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন। নরওয়ের দাবা প্রতিযোগিতায় ৫০ চালে কার্লসেনের রাজাকে বশ্যতা স্বীকার করিয়ে আনন্দ উঠে এলেন শীর্ষে।
কয়েক দিন আগেই ব্লিৎজ বিভাগেও আনন্দ হারিয়ে ছিলেন কার্লসেনকে। এ বার হারালেন ক্লাসিক্যাল বিভাগে। অর্থাৎ, দাবার দু’ফরম্যাটেই বর্তমানকে হারতে হল প্রাক্তনের কাছে। ৪০ চালে খেলা প্রথমে আমীমাংসিত থাকার পর সাডেন ডেথ গেমে জয় পান আনন্দ। এই জয়ের ফলে পঞ্চম রাউন্ডের পর ১০ পয়েন্ট নিয়ে প্রতিযোগিতার শীর্ষে ৫২ বছরের ভারতীয় দাবাড়ু।
প্রতিযোগিতার বাকি আরও চার রাউন্ড। সাড়ে নয় পয়েন্ট নিয়ে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন কার্লসেন। চ্যাম্পিয়ন হতে হলে ছন্দ ধরে রাখতে হবে আনন্দকে। তিনি যে ছন্দে রয়েছেন, তাতে আনন্দের খেতাব জেতা অসম্ভব নয়।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।