BCCI

ভারতীয় কোচের চাকরিতে দু’লাইনের বায়োডেটা দিলেন সহবাগ

ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের কোচের পদের জন্য এ বার আবেদন জানালেন তিনিও। যদিও তা ছিল বেশ অভিনব। এমন বায়োডেটা এর আগে কেউ দেখেছে বলে মনে হয় না। মাত্র দু’ লাইনের বায়োডেটা জমা দিলেন বিসিসিআইয়ের কাছে। তাঁর এই বায়োডেটা দেখে রীতিমতো হতবাক্ বিসিসিআইয়ের পরিচালন কমিটি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ জুন ২০১৭ ১৭:১৫
Share:

কোচ পদে আবেদনেও ওভার বাউন্ডারি! ছবি- সংগৃহীত

বরাবরই নিয়মের ধার ধারেন না। সে খেলার মাঠেই হোক, বা ধারাভাষ্যকার হিসেবে। সোশ্যাল মিডিয়ায় তাঁর উপস্থিতিতও সবার থেকে আলাদা। বিপক্ষে যে ব্যক্তিই থাকুন না কেন, ওভার বাউন্ডারি হাঁকাতেই ভালবাসেন নজফগড়ের নবাব। তিনি বীরেন্দ্র সহবাগ। ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের কোচের পদের জন্য এ বার আবেদন জানালেন তিনিও। যদিও তা ছিল বেশ অভিনব। এমন বায়োডেটা এর আগে কেউ দেখেছে বলে মনে হয় না। মাত্র দু’ লাইনের বায়োডেটা জমা দিলেন বিসিসিআইয়ের কাছে। তাঁর এই বায়োডেটা দেখে রীতিমতো হতবাক্ বিসিসিআইয়ের পরিচালন কমিটি।

Advertisement

আরও পড়ুন- ডেথ ওভারে ধোনির আগে তিনি কেন? জবাব দিলেন হার্দিক

বিসিসিআইয়ের এক কর্তার কথায়, সহবাগ, সহবাগের মতোই তাঁর আবেদনপত্র পাঠিয়েছেন। মাত্র দু’লাইনের। সেখানে আলাদা করে সিভি (বায়োডেটা) ছিল না। আমরা তাঁকে বলেছি, সবিস্তারে আবেদনপত্র পাঠাতে।

Advertisement

কিন্তু কী লিখেছিলেন সহবাগ তাঁর আবেদনপত্রে?

সূত্রের খবর, সহবাগ লেখেন, আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাবের তিনি কোচ এবং মেন্টর। বর্তমান ভারতীয় প্লেয়ারদেরকেও ভাল বোঝেন তিনি। এই দুই লাইনেই তিনি বোঝাতে চেয়েছেন, কোহালিদের জন্য তিনি কতটা ফিট!

বিসিসিআই যে নতুন করে টিমের জন্য কোচ খুঁজছে, তাতে সহবাগের পাশাপাশি আবেদন জানিয়েছেন ভারতীয় দলের বর্তমান কোচ অনিল কুম্বলে, টম মুডি, রিচার্ড পাইবাস, ডোডা গণেশ, লালচাঁদ রাজপুত। সূত্রের খবর, প্রাক্তন অস্ট্রেলীয় পেসার ক্রেগ ম্যাকডারমটও ভারতীয় কোচ হওয়ার জন্য আবেদন করেছিলেন। কিন্তু তাঁর আবেদনপত্র দেরিতে পৌঁছনোয়, সিলেক্ট করা যায়নি বলে জানায় বিসিসিআই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement