স্ত্রী আরতির সঙ্গে বীরেন্দ্র সহবাগ। ছবি: সংগৃহীত।
আরও একবার ইন্টারনেটে ভাইরাল বীরেন্দ্র সহবাগের টুইটার পোস্ট। এ বার সুখী দাম্পত্য জীবনের চাবিকাঠির হদিস দিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এই ভারতীয় ক্রিকেটার। এ বার তিনি বিবাহিত পুরুষদের জন্য সুখী বিবাহিত জীবনের রহস্যটা জানিয়েই দিলেন।
এর আগেও বেশ কয়েকবার টুইটার এবং ইনস্টাগ্রামে পোস্ট করে ইন্টারনেটে ট্রোলড হয়েছিলেন বীরু। আরও একবার ইন্টারনেটে ভাইরাল তাঁর পোস্ট। অধিকাংশ সময়ই মহিলাদের অভিযোগ শোনা যায়, ক্রিকেট ম্যাচ চললে ভারতীয় পুরুষদের ঠেকানো দায়! তখন ক্রিকেটই হয়ে ওঠে ধ্যান-জ্ঞান। আর তখন স্ত্রী থেকে প্রেমিকা কারও কথাই মনে থাকে না। সেই সব পুরুষদের উদ্দেশে টুইটারে একটি ছবি পোস্ট করে অদ্ভুত বার্তা দিলেন সহবাগ।
যেখানে দেখা যাচ্ছে, কোনও এক মাল্টিপ্লেক্সে ছবি দেখতে গিয়েছেন তিনি। কিন্তু সেখানে গিয়েও সহবাগ মগ্ন মোবাইলে আইপিএল ম্যাচ দেখতেই। আর নীচে ক্যাপশন,‘‘খুশি স্ত্রী মানেই সুখের জীবন। এখন আমরা একটি থিয়েটারে বসে। আমি দেখছি খেলা, আর বৌ দেখছে ছবি। আমিও খুশি, বৌও খুশি। সহজেই আনন্দ।’’ অর্থাৎ বীরুর বক্তব্য অনুযায়ী একটু স্মার্টনেস-এর মাধ্যমেই সব দিক সামাল দেওয়া যায়।
আরও পড়ুন...
বিরাট ছন্দে ফিরছে, মনে করেন বিশ্বনাথ
২০০৪ সালে আরতি আহলাওয়াতকে বিয়ে করেন সহবাগ। তাঁরা যে চুটিয়ে সংসার করছেন এবং যুগলে বেশ খুশি তাঁর প্রমাণ মিলেছে সহবাগের স্ত্রী’র টুইটার পোস্ট থেকে। দেখে নিন সেই পোস্টটি
সহবাগের টুইট:
সহবাগের স্ত্রীর টুইট: