ধর্মশালায় অনুশীলনে বিরাট কোহালি। ছবি: পিটিআই।
একে তো পেস ফ্রেন্ডলি পিচ। তার উপর মহম্মদ শামিকে নিয়ে ধোঁয়াশা। এই অবস্থায় ক’জন বোলার খেলাবে ভারত সেটা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। ধর্মশালায় চতুর্থ টেস্টের আগে দুই দলের মধ্যে একটাই আলোচনা, স্পিনারকে বসিয়ে খেলাতে হবে বাড়তি পেসার। সেই কথা ভেবেই মনে করা হয়েছিল চোট সারিয়ে ফিরবেন বাংলার শামি। কিন্তু বৃহস্পতিবারও তাঁকে দেখা গেল ফিজিও প্যাট্রিক ফারহার্টের সঙ্গেই সময় কাটাতে। যা দেখে সংশয় দানা বেঁধেছে ফেরা হচ্ছে না মহম্মদ শামির।
আরও খবর: স্পিন ভুলে শেষ টেস্ট হতে পারে পেসারদের, দাবি পিচ কিউরেটরের চৌহানের
অনুশীলনে ভারতীয় দল।
অন্যদিকে, হাতের চোট থেকে এখনও পুরোপুরি মুক্ত নন অধিনায়ক বিরাট কোহালি। যে কারণে পুরো দল নেটে অনুশীলন করলেও দেখা গেল না বিরাটকে। শেষ টেস্টের আগে তাই বিশ্রাম নিয়ে পুরো সুস্থ হয়েই মাঠে নামতে চাইছেন তিনি। যদিও এদিন দলের সঙ্গে মাঠেই ছিলেন তিনি। ডান হাতে চোটের জায়গায় ব্যান্ডেজ বাঁধা ছিল। সামান্য ওয়ার্মআপ ছাড়া কিছুই করেননি। ফিল্ডিং প্র্যাকটিসের সময় আন্ডার আর্ম থ্রো-ইন করতে দেখা যায় তাঁকে। যদিও শুক্রবারে প্র্যাকটিস সেশনে কোহালির নেটে ব্যাট করার সম্ভাবনা রয়েছে। কারণ তিনি কোনও ভাবেই এই ম্যাচ মিস করতে চাইবেন না। এর মধ্যেই ভারতীয় টিমের সূত্রের খবর, ফিজিও শামিকে দেখছে। রাঁচীতেও দলের সঙ্গে ছিলেন শামি। ফাইনাল টেস্টেও ১৫ জনের দলে থাকছেন না তিনি। বিজয় হাজারের ফাইনালে খেলিয়ে দেখে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। এটাও রি-হ্যাবেরই অংশ ছিল।’’