virat kohli

হাসপাতালে বসে বিরাট দেখছিলেন শার্দূলদের দুরন্ত লড়াই

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২১ ০৬:৫২
Share:

ফাইল চিত্র।

বিরাট কোহালি ও অনুষ্কা শর্মার জীবন আলোকিত করে তুলেছে তাঁদের কন্যাসন্তান ভামিকা। ১১ জানুয়ারি বিরুষ্কার জীবনে আসে নতুন অতিথি। যা নিয়ে বৃহস্পতিবারই প্রথম মুখ খুললেন ভারতীয় অধিনায়ক। জানিয়ে দিলেন, তাঁর বাবা হওয়ার মুহূর্তই জীবনের সেরা প্রাপ্তি।

Advertisement

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট শুরু হওয়ার আগের দিন, বিরাটকে প্রশ্ন করা হয়, কোন মুহূর্তটি তাঁর কাছে সব চেয়ে স্মরণীয়? তাঁর কন্যাসন্তানের জন্ম, নাকি অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের সিরিজ জয়? সাংবাদিকদের বিরাট বলেন, ‘‘বাবা হওয়ার মুহূর্তকে কোনও সিরিজ জয়ের সঙ্গে তুলনা করা সম্ভব নয়। বাবা হওয়ার মুহূর্তকে জীবনের সেরা সময় হিসেবে বেছে নেব। তবে দলের সঙ্গে যোগসূত্র কখনওই বিচ্ছিন্ন হয়নি।’’

বিরাট জানিয়েছেন, হাসপাতালে বসেই তিনি নিজের ফোনে শার্দূল ঠাকুর ও ওয়াশিংটন সুন্দরের জুটির খেলা দেখেছেন। তার পরে ডাক্তার তাঁকে ভিতরে ডেকে পাঠানোর কারণে তাঁদের পুরো ইনিংস দেখতে পারেননি। বিরাট বলছিলেন, ‘‘শার্দূল ও ওয়াশিংটনের ইনিংস দেখেছি নিজের ফোনে। তার পরেই ডাক্তার ভিতরে ডাকেন। তাই পুরোটা দেখা হয়নি। ভারতীয় দলের সঙ্গে আমার যোগাযোগ এ রকমই। অস্ট্রেলিয়ায় থাকতে না পারলেও দলকে কঠিন মুহূর্ত অতিক্রম করতে দেখেছি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement