পুণের ফর্মেই কি রাঁচীতে দেখা যাবে কোহালিকে? ফাইল ছবি।
ব্যাট হাতে বাইশ গজে নামলেই কোনও না কোনও রেকর্ড ভাঙা যেন নিয়ম করে ফেলেছেন বিরাট কোহালি। শনিবার শুরু হতে চলা রাঁচী টেস্টেও ফের রেকর্ড গড়ার লক্ষ্যে নামছেন তিনি।
পুণে টেস্টে অপরাজিত ২৫৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন কোহালি। অধিনায়ক হিসেবে যা তাঁর ১৯তম সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংও অধিনায়ক থাকাকালীন টেস্টে ১৯টি শতরান করেছিলেন। পন্টিংকে তাই টপকে যাওয়ার সুযোগ রাঁচী টেস্টেই পাচ্ছেন বিরাট। যদি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টে তিন অঙ্কের রানে পৌঁছতে পারেন, তবে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি টেস্ট শতরানের তালিকায় দুই নম্বরে উঠে আসবেন কোহালি।
টেস্টে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ। তিনি প্রোটিয়াদের ক্যাপ্টেন থাকাকালীন টেস্টে ২৫ শতরান করেছিলেন। তালিকায় এখন যুগ্ম ভাবে দুই নম্বরে রয়েছেন পন্টিং-কোহালি। তিন নম্বরে যুগ্ম ভাবে রয়েছেন দুই অজি, স্টিভ স্মিথ ও অ্যালান বর্ডার। দু’জনেরই রয়েছে ১৫ শতরান। টেস্টে অধিনায়ক হিসেবে স্যার ডন ব্র্যাডম্যানের রয়েছে ১৪ শতরান।
আরও পড়ুন: ফ্ল্যাট দখলের অভিযোগ, এ বার প্রতারণার মামলায় নাম জড়াল ক্রিকেটার মনোজ প্রভাকরের
আরও পড়ুন: ‘উনি আগে আমার দিদি...’ বিজেপি জল্পনা ঢাকতেই কি নতুন করে বললেন সৌরভ!
ব্র্যাডম্যানের মোট টেস্ট শতরানের সংখ্যা অবশ্য ২৯। কোহালির এখনই হয়ে গিয়েছে ২৬ শতরান। টেস্টে সাত হাজার রানও পূর্ণ করে ফেলেছেন তিনি। পুণের ইনিংসের সুবাদে মোট রানে টপকে গিয়েছেন দিলীপ বেঙ্গসরকর (৬৮৬৮), লেন হাটন (৬৯৭১), সনৎ জয়সূর্য (৬৯৭৩), ব্র্যাডম্যান (৬৯৯৬), অ্যান্ডু স্ট্রসদের (৭০৩৭)। এখনও খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে জো রুট (৭০৪৩), স্টিভ স্মিথকেও (৬৯৭৩) পেরিয়ে গিয়েছেন কোহালি।