লক্ষ্যে-স্থির: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আজ অভিযান শুরু কোহালিদের।
অতিমারির মধ্যে আবার আন্তর্জতিক ক্রিকেটে ফিরতে চলেছে ভারত। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে নামার আগে বিরাট কোহালিরা বিদ্ধ রোহিত-কাঁটায়।
আজ, সিডনিতে প্রথম ওয়ান ডে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। তবে সেই সিরিজে নামার আগে ভারত অধিনায়ককে পড়তে হল রোহিত শর্মার অনুপস্থিতি নিয়ে প্রশ্নের মুখে। যেখানে কোহালির উত্তরে পরিষ্কার, তিনি কতটা বিরক্ত গোটা ঘটনায়। ভারত অধিনায়ক এও জানিয়ে দিলেন, রোহিতের ঘটনায় স্বচ্ছতার অভাব আছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে কোহালি বৃহস্পতিবার বলেছেন, ‘‘নির্বাচক বৈঠকের আগে আমরা একটা ই-মেল পাই। যেখানে বলা হয়, আইপিএলে চোট পাওয়ার ফলে রোহিতকে দলে পাওয়া যাবে না। এও জানানো হয়, রোহিতকে চোট সম্পর্কে সব কিছু জানানো হয়েছে। ও সেটা বুঝেছে।’’
কিন্তু দল নির্বাচন হয়ে যাওয়ার পরে রোহিত আবার আইপিএলে খেলতে নেমে পড়েন। নির্বাচকেরা যার পরে তাঁকে টেস্ট দলে ফিরিয়ে নেন। কিন্তু রোহিত দলের সঙ্গে অস্ট্রেলিয়া না গিয়ে বেঙ্গালুরুর জাতীয় অ্যাকাডেমিতে চলে যান হ্যামস্ট্রিংয়ের চোট ঠিক করতে। যা নিয়ে কোহালি বলেছেন, ‘‘আইপিএলে রোহিতকে খেলতে দেখার পরে আমরা ভেবেছিলাম, অস্ট্রেলিয়াগামী ওই বিমানে রোহিতও থাকবে। কেন ও আমাদের সঙ্গে আসেনি, তা নিয়ে কোনও খবরই পাইনি। স্বচ্ছতার অভাব রয়েছে ব্যাপারটায়।’’
হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া রোহিতকে নিয়ে রহস্য যে এখনও কাটেনি, তা কোহালির কথায় পরিষ্কার। ভারত অধিনায়কের মন্তব্য, ‘‘আমরা শুধু এটুকু জানি যে, রোহিত এখন জাতীয় অ্যাকাডেমিতে রয়েছে। ওর চোট আবার পরীক্ষা করা হবে ১১ ডিসেম্বর। পুরো ঘটনাটা যথেষ্ট বিভ্রান্তিকর। কোনও স্বচ্ছতা নেই। যা মোটেও কাম্য নয়।’’
গত রবিবার ভারতের হেড কোচ রবি শাস্ত্রী বলেছিলেন, আগামী তিন-চার দিনের মধ্যে রোহিত আর ইশান্ত শর্মা অস্ট্রেলিয়ার বিমানে না উঠলে তাঁদের পক্ষে টেস্ট সিরিজে খেলা সম্ভব হবে না। সেই সময় পেরিয়ে গিয়েছে। ১১ তারিখ রোহিতকে ফিট ঘোষণা করা হলেও তাঁর পক্ষে কী ভাবে অস্ট্রেলিয়া এসে, ১৪ দিনের নিভৃতবাস পর্ব কাটিয়ে টেস্টে খেলা সম্ভব, তা কেউ বুঝতে পারছেন না। টেস্ট সিরিজ শুরু ১৭ ডিসেম্বর থেকে। রাতে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, টেস্ট সিরিজে খেলতে যাবেন না ইশান্ত। এও বলা হয়েছে, অসুস্থ বাবাকে দেখতে আইপিএল খেলে দেশে ফিরেছিলেন রোহিত। তার পরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যান।
রোহিত-কাঁটার মধ্যেই চলছে ভারতের অনুশীলন। কোভিড ১৯ অতিমারির মধ্যে ভারতের সঙ্গে দর্শকও ফিরছে আন্তর্জাতিক ক্রিকেটে। সিডনির এই ওয়ান ডে-তে ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। রোহিতের অনুপস্থিতিতে কোহালির উপরেই দায়িত্ব থাকবে ভারতীয় ব্যাটিংকে টানার। ভারতীয় ক্রিকেট বোর্ড টুইটারে যে ভিডিয়ো পোস্ট করেছে, তাতে দেখা গিয়েছে নেটে আগ্রাসী মেজাজে ব্যাট করে চলেছেন কোহালি। কখনও ব্যাকফুটে পুল করছেন, কখনও স্টেপ আউট করে বল উড়িয়ে দিচ্ছেন। যা নিঃসন্দেহে চিন্তায় রাখবে অ্যারন ফিঞ্চদের। তবে প্রথম ম্যাচে নামার আগে নবদীপ সাইনির পিঠে যন্ত্রণা হওয়ায় টি নটরাজনকে ওয়ান ডে দলের সঙ্গে যোগ করা হয়েছে।
অস্ট্রেলিয়ার অধিনায়কের গলায় ধরা পড়েছে কোহালি নিয়ে সমীহও। সাংবাদিকদের ফিঞ্চ এ দিন বলেও দিয়েছেন, ‘‘বিরাটের রেকর্ড যদি দেখেন, তা হলে ওর ধারেকাছে কেউ আসবে না। ওর খেলায় ত্রুটি খুঁজে পাওয়া খুব কঠিন। আমাদের কাজ হবে, পরিকল্পনাগুলোকে ঠিকঠাক কাজে লাগানো।’’প্রথম টেস্ট খেলেই আবার দেশে ফিরে আসছেন কোহালি। প্রথম সন্তান জন্মানোর সময় স্ত্রী অনুষ্কা শর্মার পাশে থাকতে। যা নিয়ে কোহালি এ দিন বলেন, ‘‘দু’তরফে আমাকে নিভৃতবাসে থাকতে হবে। যে কারণে প্রথম টেস্টের পরে আমি ফিরে যাচ্ছি। যেটা নির্বাচক কমিটির বৈঠকে জানিয়ে দিয়েছিলাম। আমাদের জীবনে একটা দারুণ গুরুত্বপূর্ণ এবং সুন্দর ঘটনা ঘটতে চলেছে। যার সাক্ষী থাকতে চেয়েছি আমি।’’
আজ অস্ট্রেলিয়া বনাম ভারত: প্রথম ওয়ান ডে, সকাল ৯.১০ থেকে, সোনি সিক্স চ্যানেলে।
হার ইস্টবেঙ্গলের: বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জে টাউনের বিরুদ্ধে ১৪৩ রান তুলতে ব্যর্থ ইস্টবেঙ্গল। ১৪ রানে হার অর্ণব নন্দীদের। অন্য দিকে কাস্টমসের বিরুদ্ধে ১২২ রান তুলতে পারল না তপন মেমোরিয়াল।