ফের বিপাক পড়লেন কোহালি। ফাইল ছবি
ফের বিপাকে বিরাট কোহালি। ভারতীয় দলের অধিনায়ককে নোটিশ পাঠাল কেরল হাইকোর্ট। তরুণ প্রজন্মকে অনলাইন রামি খেলতে প্রলুব্ধ করার কারণে তাঁর বিরুদ্ধে নোটিশ পাঠানো হয়েছে। কোহালি একটি জনপ্রিয় অনলাইন রামি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর।
এক সংবাদ সংস্থার খবর অনুযায়ী, কেরল হাইকোর্টের মুখ্য বিচারপতি এস মণিকুমার এবং বিচারপতি অনিল কে নরেন্দ্রণের ডিভিশন বেঞ্চ কোহালিকে নোটিশ পাঠিয়েছে। পাশাপাশি, দুই দক্ষিণী অভিনেতা তামান্না ভাটিয়া এবং আজু ভার্গিসকেও নোটিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে কেরল সরকারের মতামত জানতে চেয়েছে আদালত।
ত্রিশূরের বাসিন্দা পাউলি ভাড়াক্কন আদালতে একটি পিটিশন দাখিল করেছিলেন। তাঁর অভিযোগ, অনলাইন রামি খেলা ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। আইনি উপায়ে অবিলম্বে তা বন্ধ করা উচিত। বাকি রাজ্যগুলিও তাই করেছে। কিন্তু কেরল সরকারের সেই মনোভাব নেই। সেখানে অনলাইন রামির কোনও কথাই বলা নেই। পাউলির মতে, বিখ্যাত মানুষজন এ ধরনের খেলার বিজ্ঞাপন করার কারণে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ আরও বৃদ্ধি পাচ্ছে।
উল্লেখ্য, এদিনই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্ট খেলতে চেন্নাই পৌঁছেছে ভারতীয় দল। কোহালিরও যোগ দেওয়ার কথা।