Virat Kohli

পছন্দের ব্যাটিং পার্টনার কে? কোহালি বললেন...

টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ধোনি ও কোহালির পার্টনারশিপের কথা এখনও মনে রয়েছে ক্রিকেটভক্তদের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২০ ১৬:০৩
Share:

পছন্দের ব্যাটিং পার্টনার নিয়ে মুখ খুললেন কোহালি। —ফাইল চিত্র।

পছন্দের ব্যাটিং পার্টনার কে? ভারত অধিনায়ক বিরাট কোহালিকে এমনই এক প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন ইংল্যান্ডের প্রাক্তন তারকা ক্রিকেটার কেভিন পিটারেসন।

Advertisement

তাঁর প্রশ্নের জবাবে এক মুহূর্ত না ভেবে কোহালি বললেন ধোনির নাম। যাঁরা দুই উইকেটের মধ্যে দারুণ দৌড়তে পারেন, তাঁদেরই পছন্দ করেন কোহালি। এ দিক থেকে বিচার করে ধোনিকেই এগিয়ে রাখছেন ভারত অধিনায়ক।

টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ধোনি ও কোহালির পার্টনারশিপের কথা এখনও মনে রয়েছে ক্রিকেটভক্তদের। দু’ই তারকার বোঝাপড়া এতটাই ভাল যে সেই ম্যাচে কোহালিকে রানের জন্য কল করতে হয়নি। সিঙ্গলকে খুব সহজেই ধোনি ও কোহালি ডাবলসে পরিণত করেছিলেন। ধোনিকে এগিয়ে রেখে কোহালি বলছেন, ‘‘দেশের হয়ে খেলার সময়ে এমএস-এর সঙ্গে ব্যাট করতেই আমার বেশি ভাল লাগে।’’

Advertisement

আরও পড়ুন: পাকিস্তানের সংখ্যালঘুদের পাশে থাকুন, যুবি-ভাজ্জিকে আবেদন কানেরিয়ার​

ধোনির মতোই এবি ডিভিলিয়ার্সের সঙ্গে দারুণ জমে কোহালির। আইপিএল-এ দুই তারকা একই দলের হয়ে খেলেন। কোহালি বলছেন, ‘‘এবিকে কিছু বলার দরকারই হয় না। আমাদের পার্টনারশিপ চলতেই থাকে। আমরা যখন ব্যাট করি তখন নিজেদের মধ্যে বেশি কথাও বলি না।’’

তাতেও সমস্যা হয় না দুই তারকার। হবেই বা কেন? দুই উইকেটের মধ্যে বোঝাপড়াটাই যে আসল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement