কৃষ্ণকে দলে নিলে বিকল্প বাড়বে কোহালির। —ফাইল চিত্র।
টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পেতে পারেন প্রসিদ্ধ কৃষ্ণ। ইনদওরে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ জেতার পরে অধিনায়ক বিরাট কোহালির মুখে শোনা গেল এই নাইট তারকার নাম।
যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার টি টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকবেনই। কোহালি বলছেন, ‘সারপ্রাইজ প্যাকেজ’ হিসেবে কর্নাটকের কৃষ্ণ জায়গা পেতে পারেন স্কোয়াডে।
ভারত অধিনায়কের দাবি, ‘‘সারপ্রাইজ প্যাকেজ হিসেবে একজন বিশ্বকাপের দলে থাকবে। ঘরোয়া ক্রিকেটে ভালই বল করেছে প্রসিদ্ধ কৃষ্ণ।’’ আর সেই জন্যই কোহালির নজরে পড়েছেন তিনি। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে অবশ্য কৃষ্ণকে দেখে নেওয়া হবে।
ইনদওরে তাঁর নাম সর্বসমক্ষে কোহালি বলায় অনেকেই মনে করছেন, নিউজিল্যান্ড সফরে দলে ডাক পাবেন কেকেআর তারকা। ২০১৫ সালে বাংলাদেশ এ দলের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়ে সাড়া ফেলে দিয়েছিলেন এই ডানহাতি পেসার। বিজয় হাজারে ট্রফিতে ভাল পারফরম্যান্সের জন্য কলকাতা নাইট রাইডার্স তাঁকে দলে নেয়।
আইপিএল-এ ১৮টি ম্যাচ থেকে ১৪টি উইকেট নিয়েছেন তিনি। আপাতদৃষ্টিতে এই পরিসংখ্যান খুব একটা উল্লেখযোগ্য নয়। কিন্তু বিশেষজ্ঞদের দাবি, প্রতিদিনই তিনি উন্নতি করছেন। সেই কারণেই জাতীয় দলের দরজা খুলে যাচ্ছে কৃষ্ণর সামনে।