Cricket

সর্বকালের সেরা ওয়ানডে ক্রিকেটার কোহালি, রোহিত থাকবে সেরা পাঁচে, বলছেন ফিঞ্চ

চিন্নাস্বামীতে রোহিত ও কোহালির ব্যাটিং তাণ্ডবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নেয় অস্ট্রেলিয়া।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২০ ১৪:২৬
Share:

রোহিত-কোহালি রান পেলে ভারতকে থামানো সম্ভবই নয়। ছবি— পিটিআই।

বিশ্বজয়ের মাঠে প্রথম ওয়ানডে হেরে সিরিজে পিছিয়ে পড়েছিল ভারত। রাজকোট ও বেঙ্গালুরুতে দু’টি ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজ জিতে নেয় বিরাট কোহালির দল। অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ মনে করেন, বিরাট কোহালি ও রোহিত শর্মার মতো ব্যাটসম্যান টপ অর্ডারে রয়েছেন বলেই জিততে সমস্যা হচ্ছে না ভারতের।

Advertisement

বিরাটকে সর্বকালের সেরা ওয়ানডে ক্রিকেটার বলার পাশাপাশি রোহিত শর্মাকে সেরা পাঁচ ব্যাটসম্যানের মধ্যে রাখছেন অজি অধিনায়ক। বড় মঞ্চে এই দুই ব্যাটসম্যান খেলে দেওয়ায় ভারতের ম্যাচ জিততে সমস্যা হচ্ছে না বলে জানান ফিঞ্চ। তিনি বলেন, ‘‘আমার মতে, বিরাট সর্বকালের সেরা ওয়ানডে ক্রিকেটার। বিশ্বের সেরা পাঁচ ব্যাটসম্যানের মধ্যে থাকবে রোহিত। বড় ম্যাচে ওরা নিজেদের কাজটা ঠিকঠাক করে দিচ্ছে।’’

তার ফলে যত কঠিন প্রতিপক্ষই হোক না কেন, তাদেরকে হারাতে বেগ পেতে হচ্ছে না ভারতের। কাঁধে চোট পাওয়ায় তৃতীয় ওয়ানডে-তে ব্যাট করতে নামেননি শিখর ধওয়ন। ফলে অজিদের রান তাড়া করার সময়ে ভারতের ওপেনিং স্লটে পরিবর্তন আনতে হয়। ফিঞ্চ বলছেন, ‘‘শিখর না খেলায় ব্যাটিং অর্ডারে অদলবদল ঘটাতে হয়েছে ওদের। তবুও ভারতের ম্যাচ জিততে কোনও সমস্যা হয়নি। সেঞ্চুরি করে রোহিত। বিরাটও রান পেয়েছে। দলের সেরা দুই ক্রিকেটারই অধিকাংশ রান করে দিচ্ছে। এতেই বোঝা যাচ্ছে ভারতের টপ অর্ডার কতটা শক্তিশালী।’’

Advertisement

আরও পড়ুন: টসকে গুরুত্বহীন করে দিয়েছি! ওয়ানডে সিরিজ জিতে দাবি কোহালির

ব্যাট করার সময়ে শেষ ১০ ওভারে ৬৩ রান করে অস্ট্রেলিয়া। সেই সময়ে পাঁচ-পাঁচটি উইকেট হারায় অজিরা। ডেথ ওভারে রান তোলার গতি কমে যায় অস্ট্রেলিয়ার। তিনশো রানও করতে পারেনি তারা। অস্ট্রেলিয়াকে আটকে রাখার জন্য ফিঞ্চ কৃতিত্ব দিচ্ছেন ভারতীয় বোলারদের। অজি অধিনায়ক বলছেন, ‘‘শেষ দু’টি ম্যাচের ডেথ ওভারে দুর্দান্ত বল করেছে ভারতের বোলাররা। শামি, সাইনি এবং বুমরা ভাল ইর্য়কার দিয়েছে। এই দিকটায় আমাদেরও উন্নতি করতে হবে।’’

অতীতে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজকে মডেল করে এগোত ভারতীয় ক্রিকেটার। এখন ভারতীয়দের দেখে বাকিরা শিখছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement