পদ্ম সম্মানের তালিকায় কোহালি-দীপা, নেই সিন্ধু

ব্রোঞ্জজয়ী সাক্ষী মালিকের নাম আছে। আছে চতুর্থ হওয়া দীপা কর্মকারের নামও। কিন্তু অলিম্পিক্স-উত্তর প্রজাতন্ত্র দিবসে জাতীয় সম্মানের যে-তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে রিও গেমসে ভারতের সেরা পারফর্মার পুসারলা বেঙ্কট সিন্ধুর নাম নেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৭ ০৩:৪৩
Share:

ব্রোঞ্জজয়ী সাক্ষী মালিকের নাম আছে। আছে চতুর্থ হওয়া দীপা কর্মকারের নামও। কিন্তু অলিম্পিক্স-উত্তর প্রজাতন্ত্র দিবসে জাতীয় সম্মানের যে-তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে রিও গেমসে ভারতের সেরা পারফর্মার পুসারলা বেঙ্কট সিন্ধুর নাম নেই।

Advertisement

অলিম্পিক্সে শুধু রুপোজয়ী নন, সিন্ধু ভারতীয় ব্যাডমিন্টনের ইতিহাসে প্রথম অলিম্পিক্স ফাইনালিস্টও। তার পরেও হায়দরাবাদি তারকা কন্যার ২০১৭-র পদ্ম-সম্মানের কোনও বিভাগে নাম না-থাকার কারণ কী? সরকারি সূত্র জানাচ্ছে, সিন্ধু দু’বছর আগে, ২০১৫-য় পদ্মশ্রী হয়েছেন। তাই তাঁকে এ বার প্রজাতন্ত্র দিবসে সম্মানিত করতে হলে পদ্মভূষণ দিতে হতো। যা দেশের তৃতীয় সর্বোচ্চ জাতীয় সম্মান। কিন্তু এ বার কোনও ক্রীড়াবিদকেই পদ্মভূষণ বা পদ্মবিভূষণ দেওয়া হয়নি। সেই জন্যই পদ্ম সম্মানের তালিকায় স্থান হয়নি সিন্ধুর। জীবনের সেরা ফর্ম ও পারফরম্যান্স থাকা সত্ত্বেও যা অপ্রত্যাশিত!

বাঙালি ক্রীড়ামহলের জন্য অবশ্য যথেষ্ট খুশি হওয়ার মতো খবর আছে। রিও অলিম্পিক্সে পদক না-পান, অল্পের জন্য চতুর্থ হয়ে গোটা দেশের হৃদয় জয় করা ত্রিপুরার বাঙালি মেয়ে জিমন্যাস্ট দীপা কর্মকারকে পদ্মশ্রী দিয়ে সম্মানিত করা হচ্ছে। প্রোদুনোভা ভল্টকে ভারতের ঘরে ঘরে পৌঁছে দেওয়া দীপাই সম্ভবত দেশের প্রথম ক্রীড়াবিদ, যিনি পরপর তিন বছর তিনটি জাতীয় সম্মান পেলেন। অর্জুন হওয়ার পরে গত বার রাজীব খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন তিনি। এ বার পেলেন পদ্ম-সম্মান। এখন এশীয় চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতি চালাচ্ছেন দীপা। কোচ বিশ্বেশ্বর নন্দীর কাছে। পদ্ম-সম্মানের খবর পেয়ে দীপার প্রতিক্রিয়া, ‘‘দেশের হয়ে পদক আনার জন্য আরও পরিশ্রম করতে হবে। দায়িত্ব আরও বেড়ে গেল এই পুরস্কার পেয়ে।’’ দীপা এখনও জানেন না, পদ্ম-সম্মান নিতে কবে তিনি দিল্লিতে যাবেন।

Advertisement

দীপা ছাড়াও পদ্ম-সম্মান পাচ্ছেন আরও বেশ কয়েক জন ক্রীড়াবিদ। ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহালি, রিওতে দেশকে প্রথম পদক (ব্রোঞ্জ) এনে দেওয়া মেয়ে কুস্তিগির সাক্ষী মালিক, অ্যাথলিট বিকাশ গৌড়া, জাতীয় হকি দলের গোলকিপার পিআর সৃজেশ, প্যারালিম্পিক্সে পদকজয়ী দীপা মালিকও আছে পদ্ম-তালিকায়।

পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ এ বার কোনও ক্রীড়াবিদকে দেওয়া না-হলেও মোট আট জন খেলোয়াড় পদ্মশ্রী হয়েছেন। যাঁদের মধ্যে আছেন প্যারালিম্পিয়ান মারিয়াপ্পন থাঙ্গাভেলু এবং দৃষ্টিহীনদের ক্রিকেটে ভারতীয় দলের ক্যাপ্টেন শেখর নায়েকও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement