ফুরফুরে মেজাজে বিরাট কোহলি। ছবি রয়টার্সের সৌজন্যে।
অ্যাডিলেডে প্রথম টেস্টের তৃতীয় দিনে সুবিধাজনক জায়গায় রয়েছে ভারতের দল। তাই ভারত অধিনায়ক বিরাট কোহালিও রয়েছেন বেশ ফুরফুরে মেজাজে। তাঁর সেই হাল্কা মেজাজেরই প্রতিফলন ঘটল ফিল্ডিং করার সময় হাত-পা দুলিয়ে একটু নেচে নেওয়ায়। সেই ভিডিয়োই মুহূর্তে ভাইরাল নেট দুনিয়ায়।
প্রথম টেস্টের তৃতীয় দিনে স্লিপ অঞ্চলে ফিল্ডিং করছিলেন বিরাট কোহালি। বল করার জন্য প্রস্তুত হচ্ছেন বোলার। সেই সময়ের মধ্যেই হঠাত্ হাত-পা নেড়ে নাচলেন বিরাট। সেই নাচের ভিডিয়ো নিজেদের টুইটার অ্যাকাউন্টে আজ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট।
সাত সকালে উঠে এই ভিডিয়ো দেখে কমেন্ট করেছেন বহু মানুষ। কিন্তু এই নাচ দেখে অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গারের মন্তব্যই আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: ধোনিকে ছাপিয়ে অ্যাডিলেডে নজির গড়লেন ঋষভ
ল্যাঙ্গার কোনও কালেই বিরাটের ভক্ত ছিলেন না। তাই কোহালির এই নাচ দেখে কিছুটা অভিযোগের সুরেই তিনি বলেছেন, ‘আমার দল যদি এ রকমভাবে কোনও সেলিব্রেশন করত, তাহলে দুনিয়া আমাদের সবথেকে খারাপ হিসাবে চিহ্নিত করত।’
তবে তিনি জানিয়েছেন, বিরাটের এই নাচ দেখতে তাঁর ভালই লেগেছে।
আরও পড়ুন: তেমন ফর্মে নেই, তাও আসন্ন আইপিএলে এদের বেস প্রাইস ২ কোটি!
(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি।ক্রিকেট খেলারসব আপডেট আমাদেরখেলাবিভাগে।)