cricket

এক দলে কোহালি-আমির, অভিনব টি ২০-র সাক্ষী হতে চলেছে বিশ্ব

সব ঠিকঠাক থাকলে আগামী বছরের মার্চে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে ম্যাচ আয়োজন করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হোসেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৯ ১৫:৪৪
Share:

একই দলে দেখা যেতে পারে বিরাট ও আমিরকে। ছবি: এএফপি

বিরাট কোহালির পরীক্ষা নিতেই এত দিন দেখা গিয়েছে পাকিস্তানের তারকা পেসার মহম্মদ আমিরকে। সব কিছু ঠিকঠাক থাকলে এ বার একই দলের হয়ে খেলতে দেখা যাবে দুই দেশের দুই তারকা ক্রিকেটারকে। শুধু কোহালি বা আমির নন, বাংলাদেশের অলরাউন্ডার শাকিব আল হাসান, শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গাকেও একই দলের হয়ে খেলতে দেখা যাবে।

Advertisement

এত পর্যন্ত পড়ার পরে অনেকেই অবাক হতে পারেন। আইপিএল ছাড়া কীভাবে সম্ভব এমন দল? আইপিএলেও তো আবার পাকিস্তানি ক্রিকেটারদের দেখা যায় না। তা হলে কীভাবে কোহালি ও আমির একই দলে থাকবেন?

একটি হিন্দি দৈনিকের খবর অনুযায়ী, আগামী বছরের মার্চে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে ম্যাচ আয়োজন করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান। বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উপলক্ষে দুটো টি ২০ ম্যাচের আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নাজমুল জানিয়েছেন, বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটারদের নিয়েই ম্যাচ করবেন তিনি। যে সময়ে ম্যাচ হবে, সেই সময়ে কেবলমাত্র দুটো দলই আন্তর্জাতিক ম্যাচ খেলবে। ফলে নামী ক্রিকেটারদের পাওয়ার সম্ভাবনাই বেশি। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তানের ক্রিকেটারদের নিয়ে তৈরি হবে এশিয়া একাদশ। বিশ্ব একাদশে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের নিয়ে তৈরি করা হবে বিশ্ব একাদশ।

Advertisement

আরও পড়ুন: সেনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাশ্মীরে টহল দেবেন ধোনি

সচিনের ১০ নম্বরের পর এ বার কি অবসরের পথে ধোনির ৭ নম্বর জার্সি?​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement