হিমালয়ে বড়দিন পালন বিরাট-অনুষ্কার

প্রায় দেড় মাস টানা টেস্ট ক্রিকেটের মাঠে লড়েছেন। টিমের দরকারে বারবার এগিয়ে এসেছেন। সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ৪-০ সিরিজ জয়ের রেকর্ড গড়েছেন। এ সবের পর ক্রিসমাসের ছুটিটাও চুটিয়ে কাটাচ্ছেন বিরাট কোহালি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৬ ০৩:২৩
Share:

দেহরাদূনের বিমানবন্দরে বিরাট কোহালির সঙ্গে অনুষ্কা শর্মা।ছবি: টুইটার

প্রায় দেড় মাস টানা টেস্ট ক্রিকেটের মাঠে লড়েছেন। টিমের দরকারে বারবার এগিয়ে এসেছেন। সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ৪-০ সিরিজ জয়ের রেকর্ড গড়েছেন। এ সবের পর ক্রিসমাসের ছুটিটাও চুটিয়ে কাটাচ্ছেন বিরাট কোহালি। একা নয়, তারকা বান্ধবী অনুষ্কা শর্মার সঙ্গে। উত্তরাখণ্ডে হিমালয়ের কোলে, বিলাসবহুল এক রিসর্টে। এ দিন যেখান থেকে নিজের ছবি টুইট করেন বিরাট। রিল্যাক্স করার মেজাজে, গলায় রুদ্রাক্ষের মালা পরে।

Advertisement

শনিবার এই সুপারস্টার দম্পতিকে দেখা যায় দেহরাদূনের জলি গ্রান্ট বিমানবন্দরে। শোনা যাচ্ছে, তেহরির নরেন্দ্রনগরে ক্রিসমাস কাটাচ্ছেন বিরাট-অনুষ্কা। যেখানে ‘আনন্দ ইন দ্য হিমালয়’ বলে বিখ্যাত রিসর্ট আছে। শোনা যাচ্ছে, এই রিসর্টেই রয়েছেন বিরাটরা।

রিসর্টে বিরাটের ক্রিসমাস সেলফি। ছবি: টুইটার

Advertisement

বিরাট আবার উত্তরাখণ্ডেরই ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর। গত এপ্রিলে তাঁর এই ভূমিকার কথা ঘোষণা করেছিল সে রাজ্যের পর্যটন দফতর। ঘোষণার পর এই প্রথম উত্তরাখণ্ডে পা দিলেন ভারতীয় টেস্ট অধিনায়ক। যা দেখে আবার টুইট করে দম্পতিকে স্বাগত জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত। ‘উত্তরাখণ্ডে স্বাগত বিরাট আর অনুষ্কা। আশা করি আপনারা প্রচুর সুখস্মৃতি উপহার পাবেন এখান থেকে,’ শনিবার টুইট করেন তিনি।

অধিনায়ক হিসেবে দেশকে পরপর চারটে টেস্ট সিরিজ জিতিয়েছেন বিরাট। চলতি বছরটা ব্যাটসম্যান হিসেবেও দারুণ গিয়েছে তাঁর। বারো টেস্টে তিনি করেছেন ১২১৫ রান। এর মধ্যে রয়েছে তিন-তিনটে ডাবল সেঞ্চুরি। এ বছর বিরাটের টেস্ট গড় ৭৫.৯৩। তার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং আইপিএলেও দারুণ ফর্মে ছিলেন বিরাট।

অবিশ্বাস্য একটা বছরের শেষটাও যে মেজাজে করছেন বিরাট কোহালি, তাতে মনে হচ্ছে তাঁর ‘থিম সং’ এখন একটাই— ওয়ার্ক হার্ড, পার্টি হার্ডার!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement