Madhya Pradesh

বন্দুক কেড়ে নিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি, পালানোর চেষ্টা, পাল্টা গুলিতে জখম কুখ্যাত অপরাধী

ধৃত যুবকের নাম রবীন্দ্র সিংহ পরিহার। রবিবার তাকে পিথমপুর থেকে গ্রেফতার করা হয়। একাধিক অপরাধে জড়িত রবীন্দ্রের মাথার দাম ছিল ৩০ হাজার টাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ১৯:০৪
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

বন্দুক কেড়ে নিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হল না। পালানোর সময় পুলিশের পাল্টা গুলিতে জখম হয়ে ফের ধরা পড়ে গেল এক দুষ্কৃতী! রবিবার গভীর রাতে মধ্যপ্রদেশের ছাতারপুরে ঘটনাটি ঘটেছে।

Advertisement

সোমবার পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃত ওই যুবকের নাম রবীন্দ্র সিংহ পরিহার। রবিবার তাকে পিথমপুর থেকে গ্রেফতার করা হয়। একাধিক অপরাধে জড়িত রবীন্দ্রের মাথার দাম ছিল ৩০ হাজার টাকা। রবিবার গভীর রাতে তাকে গাড়িতে পিথমপুর থেকে ছাতারপুরের মাটগুয়ান থানায় নিয়ে যাওয়া হচ্ছিল। মাঝপথে এক বার কিছু ক্ষণের জন্য গাড়ি দাঁড় করানো হয়। সে সময় আচমকা ওই যুবক পুলিশ হেফাজত থেকে পালানোর চেষ্টা করে। এক পুলিশ কর্মীর বন্দুক কেড়ে নিয়ে তাঁকে লক্ষ্য করে গুলিও চালায় সে। এর পরেই পুলিশের পাল্টা গুলিতে জখম হয় রবীন্দ্র।

পুলিশের গুলিতে পায়ে চোট পেয়েছে ওই যুবক। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানেও নজরদারির জন্য মোতায়েন রয়েছেন পুলিশকর্মীরা। সোমবার ছাতারপুরের পুলিশ সুপার আগম জৈন বলেছেন, ‘‘রবিবার রাতে পুলিশের বন্দুক কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করে ওই যুবক। পাল্টা গুলি চালায় পুলিশও। তাতেই জখম হয় সে। তার পায়ে গুলি লেগেছে। জেলা হাসপাতালে তার চিকিৎসা চলছে।’’ পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবীন্দ্রের বিরুদ্ধে অন্তত ১২টি মামলা রয়েছে। এর আগে খুন এবং তোলাবাজির মতো নানা ঘটনায় বারবার নাম জড়িয়েছে তার। রবীন্দ্রের মাথার দাম ছিল ৩০ হাজার টাকা। গত সপ্তাহে দেরি গ্রাম থেকে পুলিশের একটি দল রবীন্দ্রকে ধরার চেষ্টা করে। অভিযোগ, সে সময়েও পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে এলাকা ছেড়ে চম্পট দিয়েছিল সে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement