Virat Kohli

করোনার বিরুদ্ধে লড়াই করা মানুষদের কুর্নিশ জানালেন বিরাট-অনুষ্কা

সামনে থেকে কাজ করা মানুষদের প্রকৃত নায়ক বলে সম্মান জানিয়েছেন অনুষ্কাও

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ মে ২০২১ ২০:০৬
Share:

বিরাট কোহলী ও অনুষ্কা শর্মা টুইটার

করোনা মোকাবিলায় সামনের সারিতে থেকে যাঁরা লড়াই করছেন তাঁদের সকলের উদ্দ্যেশে কৃতজ্ঞতা জানালেন বিরাট কোহলী। টুইটারে ভারত অধিনায়ক লেখেন, ‘করোনার বিরুদ্ধে লড়াই করা স্বাস্থ্যকর্মী-সহ সামনের সারিতে থাকা সকলকে কৃতজ্ঞতা জানাই। তাঁদের উদ্যম এবং ত্যাগ প্রশংসা জানানোর মতো। এর পাশাপাশি সেই সমস্ত সাধারণ মানুষকেও ধন্যবাদ জানাতে চাই, যাঁরা একে অপরের পাশে থেকে সাহায্য করে চলেছেন। আপনাদের মতো নায়ক পেয়ে ভারতবর্ষ কৃতজ্ঞ’।

Advertisement

তবে শুধু বিরাট নন, সামনে থেকে কাজ করা মানুষদের প্রকৃত নায়ক বলে সম্মান জানিয়েছেন অনুষ্কাও। টুইটারে তিনি লেখেন, ‘সমস্ত স্বাস্থ্যকর্মী ও সামনে থেকে কোভিডের বিরুদ্ধে লড়তে থাকা সকলকে অনেক ধন্যবাদ। আপনারা যে ভাবে নিজেদের জীবন বাজি রেখে কাজ করে চলেছেন, তার জন্য আমরা চির কৃতজ্ঞ। আপনারাই দেশের নায়ক’।

করোনা মোকাবিলায় ইতিমধ্যেই ২ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন ভারতের তারকা দম্পতি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement