Virat Kohli

IPL 2021: আইপিএল খেলতে দুবাই পৌঁছে গেলেন বিরাট, সঙ্গী অনুষ্কা, ছবি ভাইরাল

ইংল্যান্ড থেকে দুবাই উড়ে যাওয়ার ছবি নেটমাধ্যমে শেয়ার করেন অনুষ্কা। দুবাই পৌঁছে হোটেলের ছবিও নিজের স্টোরিতে শেয়ার করেন বলিউড অভিনেত্রী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২১ ১৩:২৯
Share:

দুবাই পৌঁছে এই ছবি পোস্ট করেন অনুষ্কা ইনস্টাগ্রাম

ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট বাতিল হওয়ায় আইপিএল-এর জন্য দুবাই উড়ে গেলেন বিরাট কোহলী ও অনুষ্কা শর্মা। তাঁদের সঙ্গে রয়েছে মেয়ে ভামিকাও। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের আরও এক সদস্য মহম্মদ সিরাজও দুবাই গিয়েছেন দলের অধিনায়কের সঙ্গে।

Advertisement

ইংল্যান্ড থেকে দুবাই উড়ে যাওয়ার ছবি নেটমাধ্যমে শেয়ার করেন অনুষ্কা। দুবাই পৌঁছে হোটেলের ছবিও নিজের স্টোরিতে শেয়ার করেন বলিউড অভিনেত্রী। অনুষ্কা লেখেন, ‘ইংল্যান্ডকে বিদায়, সবসময়ের মতোই অসাধারণ অভিজ্ঞতা।’দুবাইয়ে পৌঁছে হোটেলের ছবিও শেয়ার করেছেন বিরাট-পত্নী।

ম্যাঞ্চেস্টারে কোভিড আতঙ্কে পঞ্চম টেস্ট বাতিল হয়েছে। এর জেরেই বিতর্ক তৈরি হয়েছে। বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বিরাটদের পাশে দাঁড়ালেও বিতর্ক থামছে না। আইপিএল বা বিরাটদের জন্য বাতিল হয়নি পঞ্চম টেস্ট, এমনটাই জানিয়েছেন সৌরভ। এর মধ্যেই আইপিএল খেলতে একে একে দুবাই পৌঁছে যাচ্ছেন বিভিন্ন দলের ক্রিকেটাররা। রবিবার বিরাটরাও পৌঁছে গিয়েছেন দুবাই।

Advertisement

অনুষ্কার ইনস্টাগ্রাম স্টোরি ইনস্টাগ্রাম

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement