বুধবার হ্যামিল্টনে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে কি বড় রান পাবেন কোহালি? ছবি: এএফপি।
হ্যামিল্টনে বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে নামছে ভারত। আর সেই ম্যাচে নতুন রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন ভারত অধিনায়ক বিরাট কোহালি।
টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক হিসেবে বিরাট কোহালি এখনও পর্যন্ত করেছেন ১,০৮৮ রান। অধিনায়ক হিসেবে এই ফরম্যাটে মোট রানের তালিকায় ফাফ দু’প্লেসি (১,২৭৩ রান), কেন উইলিয়ামসন (১,১৪৮ রান) ও মহেন্দ্র সিংহ ধোনির (১,১২২ রান) পরেই রয়েছেন কোহালি। ধোনির থেকে ২৪ রানের দূরত্বে রয়েছেন কোহালি। আর ২৫ রান করলেই তিনি টপকে যাবেন ধোনিকে।
অকল্যান্ডে গত শুক্রবার চলতি টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে কোহালি করেছেন ৪৫ রান। গত রবিবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে তিনি করেন ১১। তাঁর নেতৃত্বে ভারত এই সিরিজে ২-০ এগিয়ে রয়েছে।
আরও পড়ুন: এটা কী ভাবে করলেন! ভাইরাল কোহালির পোস্ট করা ফিটনেস ভিডিয়ো
আরও পড়ুন: ‘আমার সময়েই ডিনার করতে হবে’, চহালকে পাল্টা বাউন্সার বুমরার
আরও এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন কোহালি। এখনও পর্যন্ত এই ফরম্যাটে আটটি হাফ-সেঞ্চুরি করেছেন কোহালি। উইলিয়ামসনেরও রয়েছে আটটি হাফ-সেঞ্চুরি। এই ফরম্যাটে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি পঞ্চাশের রেকর্ড যৌথভাবে এই দু’জনেরই দখলে। টি-টোয়েন্টি সিরিজের বাকি তিন ম্যাচে তাই কোহালির মতো উইলিয়ামসনও সুযোগ পাচ্ছেন অন্যকে টপকে যাওয়ার।