উইকেটকিপারের থ্রো সোজা গিয়ে লাগল বোলারের গায়ে। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
ক্রিকেট হল ২২ গজে ব্যাটবলের লড়াই। কিন্তু সেই খেলায় ব্যাট বলের লড়াইকে ছাপিয়ে এমন কিছু ঘটনা ঘটে যা দেখে হেসে লুটোপুটি খেতে হল দর্শকদের। যেমন সম্প্রতি ঘটেছে টি২০ ব্লাস্ট প্রতিযোগিতায় ডারহাম ও ইয়র্কশায়ারের মধ্যে ম্যাচে।
চেস্টার লে স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে টি-২০ ম্যাচে সম্প্রতি মুখোমুখি হয়েছিল ওই দু’টি দল। ইয়র্কশায়ারের হয়ে বল করছিলেন কেশব মহারাজ। ডারহামের ব্যাটসম্যান তাঁর একটি বল সুইপ করার চেষ্টা করেন। কিন্তু প্যাডে লেগে বল চলে আসে ক্রিজের মাঝামাঝি এলাকায়। আর ব্যাটসম্যানরা ছুটতে থাকেন রানের জন্য। সেই সময় ইয়র্কশায়ারের উইকেটরক্ষক জোনাথান টাটারসল বলের পিছনে ধাওয়া করে রান আউট করতে উদ্যত হন।
ক্রিজের মাঝখান থেকে জোনাথান বল ছোড়েন নন স্ট্রাইকিং এন্ডের দিকে। কিন্তু সেই বল উইকেটের দিকে না গিয়ে সোজা গিয়ে লাগে কেশবের পিছনে। আর উইকেট কিপারের হাতে বলের বাড়ি খেয়ে লাফিয়ে ওঠেন কেশব।
এই ঘটনারই ভিডিয়ো নিজেদের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছে ভাইটালিটি ব্লাস্ট। তার পরই ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। দেখুন সেই ভিডিয়ো-
আরও পড়ুন: প্রথম সেটে ফেডেরারকে হারিয়ে চমকে দিলেন হরিয়ানার সুমিত নাগাল
আরও পড়ুন: দুঃসময়ের সেই সঙ্গীদের কাছে কৃতজ্ঞ রাহানে