Roger Federer

ভক্তের অনুরোধে কোর্টের ভিতরে পোজ দিয়ে ছবি তুললেন ফেডেরার

এ বার তিনি খবরে টেনিস কোর্টের ভিতরে ছবির জন্য অসাধারণ ভঙ্গিতে পোজ দেওয়ার জন্য।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৯ ১৫:১৪
Share:

ছবির জন্য পোজ দিচ্ছেন ফেডেরার। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

টেনিসের সর্বকালের অন্যতম সেরা সুইস তারকা রজার ফেডেরার। খেলার জন্য তিনি সব সময়ই থাকেন খবরের শিরোনামে। সম্প্রতি তিনি ফের খবরের শিরোনামে। তবে কোনও টুর্নামেন্টে অসাধারণ খেলার জন্য নয়। এ বার তিনি খবরে টেনিস কোর্টের ভিতরে ছবির জন্য অসাধারণ ভঙ্গিতে পোজ দেওয়ার জন্য।

Advertisement

আর্জেন্টিনার বুয়েনাস আইরেসে খেলতে নেমেছিলেন ফেডেরার। সেখানে তাঁর বিপক্ষ ছিলেন জার্মানির আলেকজান্ডার সাসচা জেভেরেভ। সেই ম্যাচ চলার সময়ই এক দর্শক গ্যালারি থেকে চিৎকার করে ফেডেরারকে ভালভাবে পোজ দিতে বলেন। তিনি নাকি অনেক ক্ষণ ধরে ছবি তোলার চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই পেরে উঠছেন না।

ভক্তের এই অনুরোধ ফেলে দেননি টেনিস সম্রাট। সার্ভিস শুরুর আগে কোর্টে দাঁড়িয়ে বিভিন্ন ভাবে পোজ দেন ৩৮ বছরের মহাতারকা। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হাসতেই হাসতেই বিভিন্ন ভাবে পোজ দেন তিনি। সেই ঘটনার ভিডিয়ো বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ভাইরাল হয়েছে।

Advertisement

দেখুন সেই ভিডিয়ো—

আরও পড়ুন: গোলাপি মিষ্টি! ঐতিহাসিক টেস্টের আগে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন সৌরভ

আরও পড়ুন: টগবগে গ্যালারি, ক্লাব হাউসে তারকা সমাবেশ, দেখুন ইডেনের গোলাপি বিপ্লবের নানা রং

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement