এই শট নিয়েই মেতেছেন নেটাগরিকরা। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
বন্ধু সন্তোষের হাতে হেলিকপ্টার শট দেখে চমকেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। ধোনির বন্ধু সন্তোষ আর বেঁচে নেই। কিন্তু তাঁর মারা সেই শটকে আন্তর্জাতিক ক্রিকেটে জনপ্রিয় করেছিলেন ধোনি। সেই হেলিকপ্টার শটের নতুন ভার্সন নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন আফগানিস্তানের অলরাউন্ডার রশিদ খান। নেটাগরিকরা সেই শটের নাম দিয়েছেন ‘নিনজা কাট’।
সোমবার নিজের টুইটার হ্যান্ডল থেকে ভিডিয়োটি শেয়ার করেছেন রশিদ। সেই ভিডিয়ো শেয়ার করে তিনি লিখেছেন, ‘‘একে কী হেলিকপ্টার শট বলা যাবে?’’ সেই পোস্টে রশিদের টিমমেট হামিদ হাসান এই শটকে ‘নিনজা কাট’ বলেছেন। নেটাগরিকদের কেউ কেউ আবার এই শটকে, ‘রিভার্স হেলিকপ্টার শটও’ বলেছেন।
তবে ভিডিয়োটি কোন প্রতিযোগিতার বা কোন ব্যাটসম্যান এটি মেরেছেন, সে ব্যাপারে কিছু জানাননি ওই আফগান তারকা। তবে এই অভিনব শট যে নেটাগরিকদের মনে ধরেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। দেখুন সেই ভিডিয়ো—
আরও পড়ুন: বিধ্বংসী মুকেশ, ১৭৪ রানে জিতে ১৩ বছর পর রঞ্জির ফাইনালে বাংলা
আরও পড়ুন: টেল এন্ডারদের সঙ্গে ব্যাট করাও একটা শিল্প, বলছেন ম্যাচের সেরা অনুষ্টুপ