ঘরের মধ্যেই ক্রিকেট। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
লকডাউনের কারণে বিশ্ব জুড়ে বন্ধ হয়ে গিয়েছে বিভিন্ন খেলার ইভেন্ট। খেলোয়াড়রা গৃহবন্দি সময় কাটানোর জন্য খেলছেন বাড়ির মধ্যেই। টেনিস তারকা রজার ফেডেরারের হোম প্র্যাকটিসের ভিডিয়ো আমরা দেখেছি। এ বার সেই পথে ভারতীয় মহিলা ক্রিকেট দলের খেলোয়াড়রা।
ভারতীয় মহিলা দলের ক্রিকেটার বেদা কৃষ্ণামূর্তি নিজের টুইটার হ্যান্ডল থেকে বুধবার শেয়ার করেছেন একটি ভিডিয়ো। সেই ভিডিয়োতে বেশ কয়েকজন মহিলা ক্রিকেটারকে খেলতে দেখা যাচ্ছে ঘরবন্দি অবস্থাতেই।
বেদা ছা়ড়াও দেখা যাচ্ছে মনা মেশরাম, রিমা মালহোত্রা, অনুজ মালহোত্রাকে, আকাঙ্ক্ষা কোহালি ও লিসা স্থালেকরকে। নিজের নিজের বাড়িতে বসেই খেলার সেই ভিডিয়োগুলি বানিয়েছেন তাঁরা। সেই ভিডিয়ো একত্রিত করে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিয়ো শেয়ার করে আইসিসি লিখেছে, ‘‘আইসোলেশন ক্রিকেট সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।’’ দেখুন সেই ভিডিয়ো—
আরও পড়ুন: সচিনের আপারকাট রহস্য ফাঁস
আরও পড়ুন: ম্যাকগ্রার হ্যাটট্রিক: লারা, সচিন, দ্রাবিড়