ঘরের ভিতর ক্রিকেটারের কসরত। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
সারা দেহ ঢাকা কালো পোশাকে। পায়ে জুতো, হাতে গ্লাভস। মুখ ঢাকা রয়েছে কালো মাস্কে। দরজা দিয়ে ঢুকে তিনি দাঁড়ালেন। তার পর শুরু করলেন কসরত। প্রথমে সিট আপ। একে একে জিমের বিভিন্ন যন্ত্র নিয়ে করলেন বিভিন্ন ব্যায়াম।
করোনাভাইরাস আতঙ্কে যখন বিশ্বে ত্রাহি ত্রাহি রব, তখনও এই ক্যারিবিয়ান ক্রিকেটারকে দেখা গেল নিজের মেজাজেই। যে কোনও পরিস্থিতিতে নিজের মেজাজে থাকাই যে তাঁর স্টাইল স্টেটমেন্ট।
বাড়ির ভিতর জিমে কসরতের এই ভিডিয়ো করা হয়েছে টিকটকে। সেই ভিডিয়ো বৃহস্পতিবার সকালে তিনি নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন। আর এই ক্রিকেটার হলেন ‘ক্যারিবিয়ান দৈত্য’ ক্রিস গেল। দেখুন গেলের কসরতের ভিডিয়ো—
করোনার কবল থেকে বাঁচতে ক্রিকেট সহ বিশ্বের বিভিন্ন টুর্নামেন্ট বন্ধ রাখা হয়েছে। অধিকাংশ ক্রিকেটার নিজেদের ঘরবন্দি করে রেখেছেন। বুধবার নিজের টুইটার হ্যান্ডল থেকে কসরতের ছবি শেয়ার করেছিলেন শিখর ধওয়ন। সেই তালিকায় নতুন সংযোজন এই ক্যারিবিয়ান ক্রিকেটার।
আরও পড়ুন: জাতীয় দলে ফেরা নিয়ে ধোনির হয়ে সওয়াল প্রাক্তন ক্রিকেটারের
আরও পড়ুন: হবেন না ব্যাটিং পরামর্শদাতা, বাংলাদেশের প্রস্তাব ফিরিয়ে দিলেন বাঙ্গার