Cricketer

এই ক্রিকেটারের বোলিং অ্যাকশন মনে করাল ‘লগান’-এর গোলিকে!

সেখানে রোমানিয়ার এক ক্রিকেটার ছুটে এসে এক হাতে যে ভাবে বল করছেন তা নিয়েই এখন আলোচনায় মেতেছে নেট দুনিয়া।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৯ ১৫:৩০
Share:

ইউরোপের ক্রিকেট লিগে বল করছেন ফ্লোরিন। ছবি টুইটার ভিডিয়ো থেকে নেওয়া।

বোলারদের বোলিং অ্যাকশনের বৈচিত্র ক্রিকেটের অন্যতম আকর্ষণ। কিন্তু সেই অ্যাকশন যখন অদ্ভুত হয়ে ওঠে তখন সকলেরই আগ্রহ জন্মায়। যেমন সম্প্রতি ঘটেছে ইউরোপিয়ান ক্রিকেট লিগে। সেখানে রোমানিয়ার এক ক্রিকেটার ছুটে এসে এক হাতে যে ভাবে বল করছেন তা নিয়েই এখন আলোচনায় মেতেছে নেট দুনিয়া।

Advertisement

ইউরোপের ওই ক্রিকেট লিগে মুখোমুখি হয়েছিল ড্রেউক্স ক্রিকেট ক্লাব ও ক্লুজ ক্রিকেট ক্লাব। ওই ম্যাচে ক্লুজ ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে নেমেছিলেন রোমানিয়ার বোলার পাভেল ফ্লোরিন। সেই ম্যাচেই বিচিত্র ভঙ্গিতে এক হাতে বল করেছেন ফ্লোরিন।

সেই ভিডিয়ো গতকাল নিজেদের টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করেছে আয়ারল্যান্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন। তার পরই বিশ্বের তাবড় তাবড় ক্রিকেটাররা মন্তব্য করেছেন ওই বোলিং অ্যাকশন নিয়ে। যেমন প্রাক্তন অস্ট্রেলীয় ওপেনার মার্ক ওয়া বলেছেন, ‘এই বলে ছয় মারা কিন্তু সোজা কাজ নয়।’

Advertisement

আরও পড়ুন: পোগবাকে রুনি: প্রমাণ করো তুমিই মাঠে সেরা

আরও পড়ুন: এ বার উন্নত ম্যান সিটি, দাবি পেপের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement