Viral Video

বস্তারের বিশেষ ভাবে সক্ষম খুদেকে ব্যাট উপহার দিলেন সচিন

সম্প্রতি সেই বাচ্চাটিকে একটি ব্যাট উপহার দিয়েছেন ‘ক্রিকেট ঈশ্বর’।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২০ ১৪:৩৪
Share:

বিশেষভাবে সক্ষম মদ্দারাম ও সচিন তেন্ডুলকর। ছবি টুইটার থেকে সংগৃহীত।

নতুন বছরের শুরুতেই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেখানে কয়েকটি খুদেকে খেলতে দেখা গিয়েছিল। তাদের মধ্যে এক খুদে ছিল বিশেষভাবে সক্ষম। ব্যাট হাতে বল বাউন্ডারির কাছে পাঠিয়ে ছেঁচ়ড়ে ছেঁচড়ে তার রান নেওয়ার ভঙ্গি মুগ্ধ করেছিল নেটদুনিয়াকে। ওই বাচ্চার ক্রিকেটের প্রতি আগ্রহ মুগ্ধ করেছিল সচিন তেন্ডুলকরকেও। সম্প্রতি সেই বাচ্চাটিকে একটি ব্যাট উপহার দিয়েছেন ‘ক্রিকেট ঈশ্বর’।

Advertisement

বিশেষভাবে সক্ষম ১২ বছরের ছেলেটির নাম মদ্দারাম কাওয়াসি। তার বাড়ি বস্তারে। ছত্তীসগঢ়ের রায়পুরে একটি হুইল চেয়ার ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ ছিল রবিবার। সেই ম্যাচে অংশগ্রহণ করেছিল মদ্দারাম। সেখানেই তার হাতে ব্যাট তুলে দেন সচিনের ম্যানেজার।

সেই ব্যাট বুকের কাছে ধরে ছবি তুলেছে ওই খুদে। সেই ছবি নিজের টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করেছেন সচিন। মদ্দারামের হাসি মুখই বুঝিয়ে দিচ্ছে, সচিনের কাছ থেকে ব্যাট উপহার পেয়ে কতটা খুশি সে। দেখুন সেই পোস্ট—

Advertisement

আরও পড়ুন: মনোজের শাসনের পরে ৭ পয়েন্টের স্বপ্ন গতির আগুনে

আরও পড়ুন: শুরুতেই উইলিয়ামসনদের উপরে চাপ তৈরি করতে চান কোহালি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement