Viral

বাগদান সারলেন ব্যাডমিন্টন তারকা জ্বালা গাট্টা, দেখুন কাকে বিয়ে করতে চলেছেন

জ্বালা গুট্টা এর আগে ২০০৫ সালে সহ-খেলোয়াড় চেতন আনন্দকে বিয়ে করেছিলেন। ২০১১ সালে সেই বিয়ে ভেঙে যায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২০ ১৫:৫০
Share:

জ্বালা ও বিষ্ণু। টুইটার থেকে নেওয়া ছবি।

জন্মদিনে আংটি বদল করলেন ব্যাডমিন্টন স্টার জ্বালা গাট্টা। নিজেই টুইটারে সেই ছবি পোস্ট করেছেন। বিয়ে করতে চলেছেন তামিল অভিনেতা বিষ্ণু বিশালকে। বিশালও তাঁর ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে ছবি শেয়ার করেছেন।

Advertisement

জ্বালা গাট্টা এর আগে ২০০৫ সালে সহ-খেলোয়াড় চেতন আনন্দকে বিয়ে করেছিলেন। ২০১১ সালে সেই বিয়ে ভেঙে যায়। বিষ্ণু বিশালও এর আগে অভিনেত্রী রজনী নটরাজকে বিয়ে করেন। তাঁদের একটি ছেলেও রয়েছে, আরিয়ান। আরিয়ান তার বাবা বিষ্ণু বিশালের কাছেই থাকে।

সোমবার, ৭ সেপ্টেম্বর জ্বালা গুট্টা ৩৭ বছরে পা দিলেন। জন্মদিনেই নতুন জীবনের কথা ঘোষণা করলেন তিনি। তবে বিষ্ণুর সঙ্গে জ্বালা গুট্টার সম্পর্ক প্রায় দু’ বছরের, সোশ্যাল মিডিয়াতে তা বারে বারেই ভেসে উঠেছে। এর আগে ১৭ জুলাই জ্বালা গাট্টা নিজের ভেরিফায়েড টুইটার হ্যান্ডল থেকে দু’জনের এক সঙ্গে একটি ছবি পোস্ট করেন। সেখানে বিষ্ণুকে উদ্দেশ্য করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন জ্বালা। এবার পাকাপাকি ভাবে একসঙ্গে পথ চলার ঘোষণা করলেন দু’জনে।

Advertisement

আরও পড়ুন: জেনে শুনে অভিযুক্তের নাম গোপন করেছেন নির্যাতিতা, নয়া মোড় আনন্দপুর কাণ্ডে

আরও পড়ুন: রাজনাথকে প্যাংগংয়ের রিপোর্ট দিলেন সেনাপ্রধান, উচ্চ পর্যায়ের বৈঠকের সম্ভাবনা​

দেখুন সেই পোস্ট:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement