Sania Mirza

সবে হাতে র‍্যাকেট ধরতে শিখেছে, এর মধ্যেই সানিয়া মির্জার আশীর্বাদ পেয়ে গেল খুদে টেনিস প্লেয়ার

নেটাগরিকরা এমন একটি টুইট আর রিটুইট দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন। নেটাগরিকরা ঈশিতা এবং সানিয়া মির্জা দু’জনেরই প্রশংসা করেছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২০ ১১:৪৪
Share:

সানিয়া মির্জা, ঈশিতা। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া।

বয়স বড় জোর তিন-সাড়ে তিন বছর, এর মধ্যেই ভাইরাল হয়ে গেল এই খুদে টেনিস ‘তারকা’-র ছবি। আর হবে নাই বা কেন, তার ছবি যে স্বয়ং টেনিস তারকা সানিয়া মির্জা রিটুইট করেছেন। সঙ্গে আবার সফল হয়ে ওঠার আশীর্বাদ।

Advertisement

টুইটারে ভাস্কর চন্দ্র নামে এক ইউজার একটি বাচ্চা মেয়ের ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, সে এক হাতে টেনিস র‍্যাকেট আর অন্য হাতে বল নিয়ে টেনিস কোর্টে দাঁড়িয়ে আছে। ছবির সঙ্গে পোস্টে ভাস্কর লিখেছেন, “এই শিশুটি আমার ভাইঝি, ঈশিতা। সে লন টেনিস শেখার চেষ্টা করছে। সানিয়া মির্জা একে আশীর্বাদ করুন”

পোস্টটি চোখে পড়ার পর উত্তর দিতে দেরি করেননি সানিয়া মির্জাও। ভাস্কর ছবিটি টুইট করেন পয়লা জুলাই সন্ধ্যা সাতটা ১৯ মিনিটে। আর সানিয়া মির্জা সেটি রিটুইট করেন ওই দিনই সাতটা ৫৭ মিনিটে। সঙ্গে আশীর্বাদ করার কথাও লেখেন।

Advertisement

আরও পড়ুন: চাপের মধ্যেও পিপিই পরে নাচছেন সুন্দরী চিকিৎসক, ভাইরাল ভিডিয়ো

আরও পড়ুন: ১২ বছর ধরে নাকি বিয়ারের ট্যাঙ্কে প্রস্রাব করেছেন এক কর্মী

নেটাগরিকরা এমন একটি টুইট আর রিটুইট দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন। নেটাগরিকরা ঈশিতা এবং সানিয়া মির্জা দু’জনেরই প্রশংসা করেছেন।

দেখুন সেই পোস্ট:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement