Ranji Trophy

রাজ্য ভেঙে দু’ টুকরো হলেও, এক থাকছে জম্মু-কাশ্মীরের ক্রিকেট বোর্ড

দিল্লির সিদ্ধান্তে সোমবার বড়সড় পরিবর্তনের সূচনা হল জম্মু-কাশ্মীর ভূখণ্ডে। জম্মু-কাশ্মীর ৩৭০ অনুচ্ছেদের বিশেষ অধিকার হারাতে চলেছে। এ ছাড়াও হারাচ্ছে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদাও। ভেঙে দু’টুকরো করা হচ্ছে একে। জম্মু-কাশ্মীর ও লাদাখ দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৯ ১৬:০৮
Share:

জম্মু-কাশ্মীরের হয়ে খেলেছেন ইরফান পাঠান। — ফাইল চিত্র।

লাদাখ ভেঙে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হতে যাচ্ছে। কিন্তু ক্রিকেটের মাঠে লাদাখ থাকবে জম্মু ও কাশ্মীরের সঙ্গেই। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সমস্ত ঘরোয়া টুর্নামেন্টে লাদাখের ক্রিকেটাররা জম্মু-কাশ্মীরের হয়েই প্রতিনিধিত্ব করবেন— জানিয়ে দিলেন ক্রিকেট কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরস-এর প্রধান বিনোদ রাই।

Advertisement

দিল্লির সিদ্ধান্তে সোমবার বড়সড় পরিবর্তনের সূচনা হল জম্মু-কাশ্মীর ভূখণ্ডে। জম্মু-কাশ্মীর ৩৭০ অনুচ্ছেদের বিশেষ অধিকার হারাতে চলেছে। এ ছাড়াও হারাচ্ছে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদাও। ভেঙে দু’টুকরো করা হচ্ছে একে। জম্মু-কাশ্মীর ও লাদাখ দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে।

আরও পড়ুন: ৩৭০ বিলোপকে কটাক্ষ করে আফ্রিদির টুইট, পাল্টা তোপ গম্ভীরের

Advertisement

আরও পড়ুন: ২০০৩ বিশ্বকাপে ভারতের কাছে হারল কেন পাকিস্তান? ১৬ বছর পরে রহস্য ফাঁস শোয়েবের

উদ্ভুত এই পরিস্থিতিতে ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টে লাদাখের ক্রিকেটাররা কোন দলের হয়ে প্রতিনিধিত্ব করবেন? এই প্রশ্নের জবাবে বিনোদ রাই বলেন, ‘‘লাদাখের জন্য আলাদা স্টেট বডির কথা এখনও আমরা চিন্তাভাবনা করিনি। বিসিসিআই-এর সমস্ত ঘরোয়া টুর্নামেন্টে লাদাখের ক্রিকেটাররা জম্মু-কাশ্মীরের হয়েই খেলবে।’’

লাদাখের কোনও ক্রিকেটার অবশ্য আজ পর্যন্ত জম্মু-কাশ্মীরের রাজ্য দলে সুযোগ পাননি। ভবিষ্যতে লাদাখ অঞ্চল থেকে কোনও ক্রিকেটার উঠে এলে তাঁকে জম্মু-কাশ্মীরের হয়েই খেলানো হবে। চলতি বছরের ডিসেম্বরে শুরু হচ্ছে এই মরসুমের রঞ্জি ট্রফি। সরকারের নতুন এই সিদ্ধান্তের ফলে উপত্যকায় কি ক্রিকেট আগের মতোই খেলা হবে? সংশয় সরিয়ে রাই বলছেন, ‘‘গত বছরে জম্মু-কাশ্মীর হোম ম্যাচগুলো খেলেছিল শ্রীনগরে। এ বারও শ্রীনগরেই হোম ম্যাচ খেলবে জম্মু-কাশ্মীর। উপত্যকায় খেলা নিয়ে কোনও সমস্যা হবে না।’’

সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ খারিজ ও জম্মু-কাশ্মীরের প্রশাসনিক বিভাজনের সিদ্ধান্ত ক্রিকেটকে কোনওভাবেই প্রভাবিত করবে না। বোর্ড এ ব্যাপারে নিশ্চিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement