মুম্বইয়ের হারে ক্ষোভ কাম্বলির

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৯ ০৪:৪৬
Share:

দলকে জেতাতে পারলেন না দুর্দান্ত ফর্মে থাকা পৃথ্বী।—ফাইল চিত্র।

খারাপ সময় পিছু ছাড়ছে না মুম্বই ক্রিকেট দলের। বিজয় হজারে ট্রফি ও সৈয়দ মুস্তাক আলি ট্রফির পরে রঞ্জিতেও প্রত্যাশা অনুযায়ী শুরু করতে পারেননি পৃথ্বী শ, সূর্যকুমার যাদবরা। শুক্রবার তিন দিনের মাথায় রেলওয়েজের বিরুদ্ধে দশ উইকেটে হারল মুম্বই। মোট সাত পয়েন্ট নিয়ে ম্যাচ শেষ করলেন অরিন্দম ঘোষ, কর্ণ শর্মারা।

Advertisement

প্রথম ইনিংসে ১১৪ রানে অলআউট হয় মুম্বই। জবাবে ২৬৬ রান করে রেলওয়েজ। অপরাজিত ১১২ রান করেন বিপক্ষ অধিনায়ক কর্ণ। ৭২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন বাংলার অরিন্দম। দ্বিতীয় ইনিংসে ফের ব্যাটিং বিপর্যয় পৃথ্বীদের। প্রথম ইনিংসে ১২ রান করার পরে দ্বিতীয় ইনিংসে ২৩ রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি। ১৯৮ রানে অলআউট মুম্বই। বিনা উইকেটে ৪৭ রানের লক্ষ্য পূরণ করে রেলওয়েজ দল।

মুম্বইয়ের পারফরম্যান্সে হতাশ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলি। তিনি টুইট করেন, ‘‘অত্যন্ত খারাপ পারফরম্যান্স। মেনে নেওয়া যাচ্ছে না।’’ যোগ করেন, ‘‘আন্তর্জাতিক ক্রিকেট এখনও পাঁচ দিন পরে। তবুও কেন শ্রেয়স আইয়ার ও শিবম দুবেকে খেলানো হল না জানি না। যখনই মাঠে নামছি, পূর্ণশক্তি নিয়েই নামা উচিত।’’

Advertisement

অন্য দিকে হায়দরাবাদের বিরুদ্ধে জয়ের মুখে দিল্লি। দ্বিতীয় ইনিংসে ৮৪ রানের লক্ষ্যে ব্যাট করছেন শিখর ধওয়ন ও কুণাল চাণ্ডেলা। তৃতীয় দিনের শেষে তাদের স্কোর ২৪-০। ম্যাচে আট উইকেট ইশান্ত শর্মার। নিউজ়িল্যান্ড সফরের আগে দারুণ ছন্দে ইশান্ত।

একই দিনে বিদর্ভের বিরুদ্ধে ৭০ রানে অপরাজিত পঞ্জাব ওপেনার শুভমন গিল। তাঁর সঙ্গেই ৫৬ রানে ব্যাট করছেন সনবীর সিংহ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement