cricket

তিন ফরম্যাটে একই ক্রিকেটার রাখা নিয়ে সৌরভের মন্তব্যের তীব্র সমালোচনা করলেন বিনোদ কাম্বলি

সৌরভের মন্তব্যের তীব্র ভাষায় বিরোধিতা করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৯ ১৬:১৪
Share:

সৌরভের সমালোচনা করলেন কাম্বলি।

শুভমন গিল ও অজিঙ্ক রাহানেকে দলে না নেওয়ায় টুইটারে প্রশ্ন তোলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি এও বলেন যে, ক্রিকেটের সব ফরম্যাটে একই ক্রিকেটার খেলালে তাঁদের আত্মবিশ্বাস বাড়ে। নির্বাচকদেরও সেই কাজ করা উচিত বলে জানান তিনি। সৌরভের এই মন্তব্যেরই তীব্র ভাষায় বিরোধিতা করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলি।

Advertisement

সৌরভ টুইট করে লিখেছিলেন, ‘সময় এসেছে নির্বাচকদের সব ফরম্যাটে একই খেলোয়াড় নেওয়ার। কারণ সেই দলই আত্মবিশ্বাসী হয়ে ওঠে যারা সব ফরম্যাটে খেলে। সবাইকে খুশি করার জন্য দল তৈরি নয়, তাদেরকেই নেওয়া দরকার যারা আত্মবিশ্বাসী।’

Advertisement

তাঁর উত্তরে সাড়া জাগিয়েও হারিয়ে যাওয়া প্রতিভাবান ক্রিকেটার বিনোদ কাম্বলি টুইট করেন, ‘যে ঘোড়া যে মাঠে স্বচ্ছন্দে তাঁকে সেখানেই দৌড়তে দেওয়া উচিত। আমি মনে করিযে খেলোয়াড় যে ফরম্যাটে স্বচ্ছন্দ তাঁকে সেই ফরম্যাটেই খেলানো উচিত। তাতে একাধিক প্লেয়ারকে দেখে নেওয়ার সুযোগ থাকবেযা পরবর্তী সময় বড় টিমের বিরুদ্ধে খেলতে সাহায্য করবে।’

তবে কাম্বলির এই মন্তব্যের কোনও উত্তর দেননি ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার।

আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজ এ-র বিরুদ্ধে ফর্মে ফিরলেন ঋদ্ধি, শূন্য করলেন প্রতিদ্বন্দ্বী ভরত

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement