বিজয়বীর সিধু।—ফাইল চিত্র।
জার্মানির সুল-এ একের পর এক চমকপ্রদ ঘটনা ঘটাচ্ছে বিজয়বীর সিধু। আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপে সে জিতে নিল তৃতীয় সোনা। এ বার ছেলেদের ২৫ মিটার পিস্তলের দলগত বিভাগে। বিজয়বীর ছাড়াও এই বিভাগে ভারতীয় দলের অন্য দুই সদস্য রাজকানোয়ার সিংহ সাধু ও আদর্শ সিংহ। অবশ্য আদর্শেরও এটা টুর্নামেন্টে দ্বিতীয় সোনা।
টুর্নামেন্টের তৃতীয় দিনে ভারতই পদক তালিকায় শীর্ষে রয়েছে। মোট ষোলোটি পদক জিতে। যার মধ্যে সোনাই সাতটি। দিনের দ্বিতীয় পদকটি জেতে ১০ মিটার এয়ার রাইফেলের ভারতীয় দল। এই দলে ছিল হৃদয় হাজারিকা, যশ বর্ধন ও পার্থ মাকিজা। হদয়রা পায় রুপো। তাদের সম্মিলিত স্কোর ১৮৭৭.৪। সোনাজয়ী চিনা দলের থেকে যা মাত্র ০.৪ কম স্কোর। ঘটনাচক্র চিন এই বিভাগে জুনিয়র বিশ্বরেকর্ডও করে। এ দিকে, জুনিয়র বিশ্বচ্যাম্পিয়ন হৃদয় অবশ্য তার ইভেন্ট ১০ মিটার এয়ার রাইফেলের হতাশ করেছে অসাধারণ লড়াইয়ের পরেও। ১৮ নম্বর শট পর্যন্ত সে-ই শীর্ষে ছিল। কিন্তু ২৪ শটের ফাইনালে ১৯ নম্বর শট থেকে তার পারফরম্যান্স আকস্মিক ভাবে খারাপ হতে শুরু করে। ২০৭.৩ স্কোর করে শেষ পর্যন্ত সে চতুর্থ হয়। এই বিভাগে ২৫০.০ স্কোর করে সোনা জেতে রাশিয়ার গ্রিগরি শামাকভ। ভারতীয়দের মধ্যে অবশ্য সব চেয়ে সফল বিজয়বীর। মঙ্গলবারের আগেই সে জোড়া সোনা জিতেছিল। টুর্নামেন্টের তৃতীয় দিন তার সোনার হ্যাটট্রিকও হয়ে গেল।