Vijay Hazare trophy

ঈশানের ঝোড়ো ইনিংসে প্রথম দিনেই বিজয় হজারেতে একগুচ্ছ রেকর্ড

ঝাড়খন্ডকে জেতানোর মূল কাণ্ডারি ঈশান কিষাণ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২১ ১৮:১৬
Share:

ঈশান কিষাণ ফাইল ছবি

চলতি মরশুমের বিজয় হজারে ট্রফি শুরু হওয়ার দিনেই ভেঙে গেল একাধিক রেকর্ড। শনিবার ঝাড়খন্ড বনাম মধ্যপ্রদেশের ম্যাচে একাধিক নতুন রেকর্ড তৈরি হয়েছে। মধ্যপ্রদেশের বিরুদ্ধে আগে ব্যাট করে ৪২২/৯ তোলে ঝাড়খন্ড। বিজয় হজারেতে এটিই সর্বোচ্চ স্কোর। পাশাপাশি মধ্যপ্রদেশের ইনিংস ৯৮ রানে শেষ হয়ে যাওয়ায় ৩২৪ রানে ম্যাচ জিতেছে ঝাড়খন্ড, রানের বিচারে যা প্রতিযোগিতার বৃহত্তম জয়।

Advertisement

তাৎপর্যপূর্ণ ভাবে এর আগে ২০১০ মরশুমে বিজয় হজারেতে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল মধ্যপ্রদেশের দখলেই। রেলওয়েজের বিরুদ্ধে ৪১২/৬ তুলেছিল তারা।

ঝাড়খন্ডকে জেতানোর মূল কাণ্ডারি ঈশান কিষাণ। ওপেন করতে নেমে ৯৪ বলে ১৭৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। মেরেছেন ১১টি ছয় এবং ১৯টি চার। ৭৪ বলে শতরান সম্পূর্ণ করেন ঈশান। তবে শেষ ২০ বলে তিনি ৭১ রান তুলেছেন। ২৬তম ওভারে তাঁকে ফিরিয়ে দেন গৌরব যাদব। ততক্ষণে ২০০ রান পেরিয়ে গিয়েছে দলের। লিস্ট এ ক্রিকেটে উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে এটি তৃতীয় সর্বোচ্চ রান। কিষাণ ছাড়াও ঝাড়খন্ডের হয়ে ভাল খেলেন বিরাট সিং (৬৮), সুমিত কুমার (৫২) এবং অনুকূল রায় (৭২)।

Advertisement

বল হাতে ভয়ঙ্কর হয়ে ওঠেন বরুণ অ্যারন। ৫.৪ ওভার বল করে ৩৭ রানের বিনিময়ে ৬ উইকেট তুলে নেন তিনি। ওপেনার অভিষেক ভান্ডারি (৪২) এবং বেঙ্কটেশ আইয়ারই (২৩) কেবল দু’অঙ্কের রানে পৌঁছতে পেরেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement