বরুণ চক্রবর্তী ফাইল চিত্র
বরুণ চক্রবর্তীর বোলিংয়ে মুগ্ধ ইরফান পাঠান। সোমবার আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে দারুণ বল করেন এই স্পিনার। মাত্র ১৩ রান দিয়ে ৩ উইকেট নেন বরুণ। কলকাতা নাইট রাইডার্সের এই স্পিনার টি২০ বিশ্বকাপে ভারতীয় দলের সম্পদ হতে পারে বলে মনে করেন পাঠান।
তিনি বলেন, ‘‘বিশ্বকাপ মানেই আলাদা চাপ। আইপিএল-এ বরুণের বল খেলা আর টি২০ বিশ্বকাপে ওর বিরুদ্ধে ব্যাট করা একেবারেই আলাদা। এর আগে ও আন্তর্জাতিক ক্রিকেট খেলেনি। তাই বরুণের বল বুঝতে সমস্যা হবে বিপক্ষ ব্যাটসম্যানদের।’’
জাহির খানের উদাহরণ টেনে পাঠান আরও বলেন, ‘‘২০১১-র বিশ্বকাপে নাকল বল ব্যবহার করেছিল জাহির। কিন্তু বিশ্বকাপের আগে কোনও দিনই এই বল করেনি। তাই ওর বল খেলতে গিয়ে সমস্যায় পড়তে হয়েছিল ব্যাটসম্যানদের। অবাক হয়ে গিয়েছিল বিপক্ষের ব্যাটসম্যানরা। বরুণের ক্ষেত্রেও একই ঘটনা ঘটতে পারে।’’
কেকেআর স্পিনারের বোলিংয়ে মুগ্ধ আরসিবি অধিনায়ক বিরাট কোহলীও। ম্যাচে হারলেও বরুণের প্রশংসা করে তিনি বলেন, ‘‘ডাগ আউটে আমি এই কথাটাই বলছিলাম। ভারতের হয়ে খেলার সময় ও একটা বড় ভূমিকা নিতে পারে। ভারতীয় ক্রিকেটের জন্য এটা দারুণ ইঙ্গিত। তরুণ ক্রিকেটাররা যদি এমন ছন্দে থাকে তবে ভারতীয় ক্রিকেট আরও লাভবান হবে। রিজার্ভ বেঞ্চের শক্তিও বাড়বে।’’
২০২০-র আইপিএল-এ ১৭ টি উইকেট নিয়ে সকলের নজর কেড়েছিলেন বরুণ। সে বার খেলা হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহিতে। এ বার আইপিএল-এর প্রথম পর্ব ভারতে হলেও দ্বিতীয় পর্ব ফের আমিরশাহিতেই হচ্ছে। এখানেই হবে টি২০ বিশ্বকাপ। তাই নিজের ছন্দ ধরে রাখতে পারলে ভারতের সম্পদ হয়ে উঠতে পারেন বরুণ।