Vaishali Rameshbabu

সেরাকে হারিয়ে বড় চমক বৈশালীর

এর আগে গ্রুপের ম্যাচে শক্তিশালী দুই প্রতিপক্ষ ভ্যালেন্টিনা গুনিনা ও আলিয়ানা কাশলিনস্কায়াকে হারিয়েছিলেন বৈশালী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ জুন ২০২০ ০৪:০৪
Share:

প্রত্যয়ী: স্পিড চেস প্রতিযোগিতায় খেতাব জয় নিয়ে আশাবাদী বৈশালী।

ফিডে চেস ডট কম আয়োজিত মহিলা স্পিড চেস চ্যাম্পিয়নশিপে প্রাক্তন বিশ্বজয়ী দাবাড়ু বুলগেরিয়ায় আন্তোনেতা স্তেফানোভাকে হারালেন ভারতের গ্র্যান্ডমাস্টার আর বৈশালী। ম্যাচের ফল ৬-৫।

Advertisement

কোয়ার্টার ফাইনালে চেন্নাইয়ে বেড়ে ওঠা এই দাবাডুর প্রতিপক্ষ মঙ্গোলিয়ার আন্তর্জাতিক মাস্টার মুঙ্খজুল তুরমুঙ্খ।

এর আগে গ্রুপের ম্যাচে শক্তিশালী দুই প্রতিপক্ষ ভ্যালেন্টিনা গুনিনা ও আলিয়ানা কাশলিনস্কায়াকে হারিয়েছিলেন বৈশালী। জয়ের পরে তাঁর প্রতিক্রিয়া, ‘‘প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নের বিরুদ্ধে খেলে তাঁর বিরুদ্ধে জয় পাওয়া জীবনের অন্যতম সাফল্য।’’ যোগ করেন প্রথম এক ঘণ্টার পরে ৫.৫-২.৫ ফলে জিতছিলাম। কিন্তু ইন্টারনেট সংযোগে সমস্যা হওয়ায় বিপক্ষ ব্যবধান কমিয়ে ফেলেছিল।’’

Advertisement

চেন্নাইয়ের এই দাবাড়ুর ভারতের দাবা-বিষ্ময় আর প্রজ্ঞানানন্দের বোন। ২০১৭ সালে এশীয় ব্লিৎজ চ্যাম্পিয়নশিপে জয়ী হয়েছিলেন বৈশালী।

তবে বৈশালী জিতলেও প্রথম রাউন্ডেই হারলেন ভারতের কোনেরু হাম্পি। ভিয়েতনামের প্রতিপক্ষের কাছে তিনি পরাজিত হন ৪.৫-৫.৫ ফলে। এক সময়ে দু’জনেরই পয়েন্ট ছিল ৩.৫। কিন্তু চূড়ান্ত পর্বে ভিয়েতনামের দাবাড়ু প্রথম দুই গেম জিতে গেলে হার স্বীকার করতে হয় হাম্পিকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement